Advertisement
Advertisement

Breaking News

Gautam Adani

‘এই চোখের সামনে দুনিয়ার সব দৌলতই ফিকে’, নাতনির ছবি শেয়ার করলেন আদানি

'পরিবারই আমার শ্রেষ্ঠ শক্তি', বলছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি।

Gautam Adani shared picture of himself with his granddaughter
Published by: Biswadip Dey
  • Posted:April 2, 2024 6:44 pm
  • Updated:April 2, 2024 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের শীর্ষস্থানীয় ধনকুবের। গৌতম আদানি (Gautam Adani)। এশিয়ার সবচেয়ে ধনী দুই ব্যক্তির মধ্যে একজন। সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞরা তাঁর নতুন নতুন মাইলফলকের দিকে নজর রেখে চলেন। এহেন এক মানুষ এবার সম্পূর্ণ ভিন্ন কারণে নজর কাড়লেন সোশাল মিডিয়ার। ১৪ মাসের নাতনির সঙ্গে নিজের ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করলেন তিনি। জানিয়ে দিলেন তাঁর সব সম্পদই যেন ম্লান কোলের শিশুটির চোখের ঐশ্বর্যের কাছে।

ছবিটি শেয়ার করে আদানি লেখেন, ‘এই চোখের ঔজ্জ্বল্যের সামনে দুনিয়ার সব দৌলত ফিকে।’ মঙ্গলবার সকালে ছবিটি দেখে মুগ্ধ নেটিজেনরা। নিজের দুহাতে ছোট্ট কাবেরীকে ধরে হাস্যরত আদানি ছাড়াও ছবিতে দৃশ্যমান তাঁর স্ত্রী ও কাবেরীর মা-বাবা। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন আদানি। সপরিবারে লন্ডন মিউজিয়ামে গিয়েছেন তিনি। সেখানেই নিজের নাতনি সম্পর্কে বলতে গিয়ে আদানি গ্রুপের শীর্ষকর্তার মন্তব্য, ”আমার নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। ওরা আমার অবসাদ কাটানোর সবচেয়ে বড় উপায়। আমার দুটো বিশ্ব, কাজ ও পরিবার। পরিবারই আমার শ্রেষ্ঠ শক্তি।”

Advertisement

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে খতম শীর্ষ নেত্রী ক্রান্তি, ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ৮ মাওবাদী]

লন্ডনে ২৬ মার্চ থেকে শুরু হয়েছে ‘শক্তি বিপ্লব: আদানি গ্রিন এনার্জি গ্যালারি’ শীর্ষ প্রদর্শনী। সেখানেই অংশ নিয়েছেন গৌতম। প্রসঙ্গ, আদানি গ্রিন এনার্জি লিমিটেডই দেশের সবচেয়ে বড় পুনর্নবীকরণযোগ্য শক্তির কারখানা। এদিকে সম্প্রতি মধ্যপ্রদেশে আদানি পাওয়ারের একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কিনেছে রিলায়েন্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে ওই প্ল্যান্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। গত কয়েক বছর ধরে কার্যতই টক্কর চলছে গুজরাটের এই দুই শিল্পপতির। কিন্ত এবার প্রথম তাঁরা হাত মিলিয়েছেন। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: নগদ ২১ লক্ষ, ফরচুনার গাড়ি, কিছুই দেয়নি শ্বশুরবাড়ি, রাগে স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement