ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানিকে পিছনে ফেলে পেলেন এশিয়ার ধনীতম হয়েছেন কয়েকদিন আগেই। এবার গৌতম আদানির (Gautam Adani) সংস্থা গুজরাটে (Gujarat) বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিল। বুধবার থেকে গান্ধীনগরে শুরু হয়েছে ভাইব্র্যান্ট গুজরাট সামিট ২০২৪। সেখানেই ঘোষণা আদানির।
আগামী ৫ বছরে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন গৌতম আদানি। আর এর ফলে হবে প্রচুর কর্মসংস্থান। ১ লক্ষ চাকরির সুযোগ হবে বলেই দাবি ধনকুবেরের। পাশাপাশি এদিন মোদি-বন্দনাও করতে দেখা যায় তাঁকে। আদানির কথায়, ”আপনার নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যেই ভারত উন্নত দেশে পরিণত হবে। ভারতকে শক্তিশালী দেশে পরিণত করবেন আপনিই।”
উল্লেখ্য, বছরের শুরুতেই হিন্ডেনবার্গ মামলায় (Hindenburg Case) সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন আদানি। শীর্ষ আদালত জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় SEBI-র তদন্তের উপরই ভরসা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স’ অনুসারে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পান তিনি। তার আগে সুপ্রিম-রায়ের পরে প্রতিক্রিয়ায় জানান, ”সত্যের জয় হয়েছে। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবেই ভারতের উন্নয়নের কাজ চালিয়ে যাব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.