Advertisement
Advertisement

Breaking News

Gautam Adani

আরও ‘গরিব’ আদানি! ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫-এর বাইরে ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি

ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই।

Gautam Adani no longer among world's 25 richest on Forbes Bloomberg's new Index | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 23, 2023 12:05 pm
  • Updated:February 23, 2023 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report) অস্বীকার করেছে আদানি গোষ্ঠী (Adani Group)। অন্যদিকে এই প্রসঙ্গে নীরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল। যদিও গেরুয়া শিবিরের দাবি, গোটাটাই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এমন ডামাডোলের আবহে ক্রমশ ‘গরিব’ হচ্ছেন গৌতম আদানি (Gautam Adani)। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার প্রথম ২৫-এর বাইরে চলে গেলেন এই বিতর্কিত শিল্পপতি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Index)। সেখানে বর্তমান বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)। অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর (Forbes Real Time Billionaires) তালিকাতেও অধঃপতন রোখা যায়নি। ওই তালিকায় অবশ্য ২৬তম স্থানে আদানি। ফোর্বসের হিসাব বলছে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।

Advertisement

[আরও পড়ুন: গর্ভবতীকে বাঁশের ঝোলায় চাপিয়ে ৩ কিমি দূরের হাসপাতালে আত্মীয়রা, মৃত্যু সদ্যোজাতর]

কেন্দ্রের বিজেপি সরকারের আমলে আদানি গোষ্ঠীর উত্থান ছিল চোখে পড়ার মতো। বিরোধীদের বক্তব্য, ‘মোদি ঘনিষ্ঠ’ হওয়ায় সুবিধা পেতেন গুজরাটি শিল্পপতি। গত ২৫ জানুয়ারি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ধনকুবের। সেই সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৬ হাজার ‘পাটোয়ারি’ পদে আবেদন ১২ লক্ষের, প্রার্থীরা কেউ ডক্টরেট, কেউ ইঞ্জিনিয়ার]

এর পরেই প্রকাশ্যে আসে হিন্ডেনবার্গের রিপোর্ট। যেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়। যার জেরে শুরু হয় আদানিদের সংস্থাগুলির শেয়ার দরের পতন। ক্রমশ ‘গরিব’ হতে থাকেন ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি। যা এখনও অব্যাহত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement