Advertisement
Advertisement
Gautam Adani

বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা! এবার শরদ পওয়ারের দ্বারস্থ খোদ আদানি

বিরোধী ঐক্যে চিড় ধরাতে পওয়ারকে ব্যবহার করতে চাইছেন আদানি?

Gautam Adani meets Sharad Pawar amid Oppn's demand for JPC probe | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 20, 2023 4:08 pm
  • Updated:April 20, 2023 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গ বিতর্কের মধ্যেই শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) দেখা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে। বৃহস্পতিবার আদানি নিজেই পওয়ারের মুম্বইয়ের বাড়িতে যান। প্রায় ঘণ্টা দু’য়েক বৈঠক হয় দু’জনের মধ্যে। যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) প্রকাশ্যে আসার পর সব বিরোধী দল যখন একত্রিত হয়ে আদানি গোষ্ঠী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করছে, ঠিক তখন পওয়ারের হঠাৎ আদানির সঙ্গে দেখা করার বিষয়টা মোটেই সহজভাবে নেবে না বিরোধী শিবির। রাজনৈতিক মহলে গুঞ্জন, তাহলে কি পওয়ারকে ব্যবহার করে বিরোধী শিবিরে চিড় ধরাতে চাইছেন শিল্পপতি?

Advertisement

[আরও পড়ুন: রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা, অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের]

আসলে পওয়ারের (Sharad Pawar) সঙ্গে আদানিদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। গৌতম আদানি যেমন মোদি ঘনিষ্ঠ তেমন পওয়ারেরও ঘনিষ্ঠ। এমনকী ক’দিন আগেও গুজরাটে আদানিদের অতিথেয়তা গ্রহণ করেছেন পওয়ার। ব্যক্তিগত সখ্যের জন্য আদানি ইস্যুতে গোটা বিরোধী শিবির যখন যৌথ সংসদীয় কমিটি (JPC) গড়ে তদন্তের দাবি জানাচ্ছে, ঠিক তখন পওয়ার সম্পূর্ণ উলটো অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, আদানিদের অহেতুক টার্গেট করা হচ্ছে। এভাবে বাইরের কারও দাবির উপর উপর ভিত্তি করে দেশের অন্দরে কোনওরকম অস্থিরতা কাম্য নয়।

[আরও পড়ুন: সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

পওয়ারের সেই অবস্থান রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল বিরোধী শিবিরকে। আদানি-পওয়ার বৈঠক সেই অস্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিল। বিরোধী শিবিরের অন্যতম মুখ শরদ পওয়ার। আর এই মুহূর্তে বিরোধীদের অন্যতম ‘শত্রু’ আদানি। অথচ তাঁরাই নাকি একসঙ্গে বৈঠক করছেন! এতে বিরোধীদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবেই। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা অজানাই রয়ে গিয়েছে। ফলে জল্পনা তৈরি হওয়া ঠেকানো যাচ্ছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement