সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার পেশ হয়েছে তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। এই বাজেটকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দেশের বিভিন্ন মহলে। তবে বাজেটের ভালো মন্দের সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবিটা ধরা পড়ে শেয়ারবাজারে। সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার বাজেটের গালভরা প্রশংসা করলেও শিল্প মহল খুব একটা খুশি নয়। মঙ্গলবার বাজেট(Union Budget 2024) ঘোষণার পর হুড়মুড়িয়ে নেমেছে একাধিক সংস্থার শেয়ার। এই তালিকায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে, বিরাট লাভবান হয়েছে দেশের রাজনীতিতে মোদি ঘনিষ্ঠ তকমাধারী আদানি গ্রুপ।
ব্লুমবার্গ বিলিয়নিয়র ইনডেক্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বাজেট ঘোষণার পর দেশের সেরা ১০ শিল্পপতির মধ্যে ৩ জনের সম্পত্তির পরিমাণ অনেকখানি কমে গিয়েছে। এই তালিকায় ‘টপ লুজার’ হিসেবে উঠে এসেছে শিল্পপতি মুকেশ আম্বানির নাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রায় সবকটি শেয়ারে ব্যাপক পতনের জন্য একদিনে ৭৩,৪৭০.৫৯ টাকা খুইয়েছেন তিনি। রিপোর্ট বলছে, বাজেটের আগের দিন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৯ লক্ষ ৭৬ হাজার ৩২০ কোটি টাকা।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আজিম প্রেমজি। উইপ্রোর শেয়ারে ব্যাপক পতনের জন্য তাঁর সম্পত্তি ১২৩ মিলিয়ন ডলার কমে গিয়েছে। ২০০ মিলিয়ন ডলারের ধাক্কা খেয়েছেন বিড়লা গ্রুপের কুমার বিড়লা।
অন্যদিকে, বাজেটে লাভবান শিল্পপতিদের তালিকায় নজর কেড়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। মঙ্গলবার ৭৫১ মিলিয়ন ডলার মুনাফা হয়েছে তাঁর। যার জেরে তাঁর সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ১০২ বিলিয়ন ডলার। শিল্পপতি শাপুর মিস্ত্রিরও সম্পত্তি ব্যাপকভাবে বেড়েছে। একদিনে ২১৯ মিনিয়ন ডলার লাভবান হয়েছেন তিনি। পাশাপাশি জেএসডব্লু স্টিলের প্রধান সাবিত্রী জিন্দলের সম্পত্তি বেড়েছে ১০.৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে তাঁর সম্পত্তি বেড়ে ৩৩.৭ বিলিয়ন ডলার।
অন্যদিকে, বেজেটের পরদিনও শেয়ার বাজারের রক্তক্ষরণ বন্ধ হয়নি। বুধবার লাল রংকে সঙ্গী করেই খুলেছে বাজার। শেষ রিপোর্ট অনুযায়ী, ৫০০ পয়েন্টের নিচে নেমে সেনসেক্স ট্রেড করছে ৭৯,৮৯০তে। পাশাপাশি নিফটি ১৩৭ পয়েন্ট পড়ে ট্রেড করছে ২৪,৩৪১তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.