Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

গ্যাংস্টারের বাড়ি তল্লাশিতে গিয়ে মিলল মেয়ের মৃতদেহ, পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রতিবেশীদের

এসএইচওকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

Gangster's daughter found dead during raid in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 2, 2022 3:55 pm
  • Updated:May 2, 2022 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাংস্টারের বাড়ি তল্লাশিতে এসে তার মেয়ের মৃতদেহ খুঁজে পেল পুলিশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চান্দৌলির এমন ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। প্রতিবেশী ও মৃতার পরিবারের অভিযোগ, পুলিশের মারধরেই প্রাণ হারিয়েছে গ্যাংস্টারের সন্তান।

গ্যাংস্টার কানহাইয়া যাদবের বাড়িতে তল্লাশি করতে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে হাজির হয়েছিলেন সাইয়াদ্রাজা থানার এসএইচও। পুলিশের দাবি, তল্লাশির সময়ই কানহাইয়ার বাড়ি থেকে উদ্ধার হয় তার বড় মেয়ের দেহ। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বারাণসীর জেলাশাসক সঞ্জীব সিংয়ের অভিযোগ, নিশার দেহ তার ঘরের ভিতর থেকেই উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মীদের মারেই মৃত্যু হয়েছে নিশার। এমনকী তার ছোট বোন অর্থাৎ গ্যাংস্টারের ছোট মেয়েকেও তল্লাশি চালানোর সময় মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছে সেও। আপাতত হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Advertisement

[আরও পড়ুন: পাটশিল্পের দুরবস্থা নিয়ে অর্জুনের লাগাতার ‘বিদ্রোহ’, ত্রিপাক্ষিক বৈঠকের ডাক বস্ত্রমন্ত্রকের]

এরপরই প্রতিবেশী ও কুখ্যাত দুষ্কৃতীর পরিজনরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঞ্জীব সিংয়ের কথায়, “ইতিমধ্যেই এসএইচওকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় মৃতার পরিবারের তরফে এফআইআরও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত।”

তবে পুলিশ এও জানায়, সোশ্যাল মিডিয়ায় একজন মহিলার মৃত্যুর ভিডিও ভাইরাল হয়েছে। সেই প্রেক্ষিতেই অভিযুক্ত কানহাইয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাদতন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে প্রাণ হারিয়েছে সে। কিন্তু শরীরে মারধরের কোনও চিহ্ন নেই। ফরেনসিক রিপোর্টে বাকি বিষয়টি পরিষ্কার হবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই গ্যাংস্টারের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

[আরও পড়ুন: ‘ক্ষতি হচ্ছে পড়ুয়াদের’, স্কুলে গ্রীষ্মের ছুটি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement