Advertisement
Advertisement

Breaking News

Tihar Jail

সাতসকালে তিহাড় জেলে বন্দি সংঘর্ষ, রোহিনী আদালতে গুলিচালনার ঘটনায় অভিযুক্তের মৃত্যু

অন্যান্য বন্দিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Gangster Tillu Tajpuriya accussed in case of shootout at Delhi Rohini Court killed by rival gang members in Tihar jail | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 2, 2023 8:56 am
  • Updated:May 2, 2023 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিহাড় জেলে (Tihar Jail) ফের কয়েকদিদের মধ্যে সংঘর্ষ। মৃত্যু হল দিল্লির রোহিনী আদালতে (Rohini Court) গুলিচালনার ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার। জানা গিয়েছে, সংশোধনাগারের মধ্যেই তাঁর উপর হামলা চালায় বিরোধী গোষ্ঠী। সেখান থেকে তিল্লুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত (Death) বলে ঘোষণা করেন। জখম রোহিত নামে আরও একজন। তাঁর চিকিৎসা চলছে, আপাতত বিপন্মুক্ত বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।মঙ্গলবার সাতসকালে তিহাড় জেলে এই ঘটনায় স্বভাবতই উদ্বেগ বেড়েছে কয়েকগুণ। অন্যান্য বন্দিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই তিহাড় জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, নিহত সুনীল ওরফে তিল্লু তাজপুরিয়ার উপর হামলা চালায় বিরোধী যোগেন্দ্র টুন্ডার লোকজন।  শুরু হয় সংঘর্ষ।

নিহত সুনীল ওরফে তিল্লু তাজপুরিয়া।

সকাল ৭টা নাগাদ অচৈতন্য অবস্থায় সুনীল ও রোহিতকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় (DDU Hospital) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সুনীলকে মৃত বলে ঘোষণা করেন। রোহিত নাামে জখম আরেক যুবকের চিকিৎসা চলছে। তাঁর বিপদ কেটেছে বলে জানা গিয়েছে দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, এই সংশোধনাগারেরই অন্য একটি ব্লকে রয়েছেন গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। মহিলা ওয়ার্ডে রয়েছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া অনুব্রতকন্যা সুকন্যা। মারামারির ঘটনার পর থেকে তাঁদের ওয়ার্ডের বাইরে নিরাপত্তা বেড়েছে। 

[আরও পড়ুন: ম্যাচের পরেই তুমুল বাকবিতণ্ডা বিরাট-গম্ভীরের, মোটা অঙ্কের জরিমানা দুই তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement