সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরা পড়েছে কুখ্যাত গ্যাংস্টার রবি পূজারি। সূত্রের খবর, পশ্চিম আফ্রিকার সেনেগালে তাকে ধরা হয়েছে। ২২ জানুয়ারি সেনেগালের ডাকার হোটেলে ধরা পড়েছে সে। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা একথা জানিয়েছে সংবাদ সংস্থাকে। এই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি মুম্বই পুলিশ। ১৫ বছর ধরে ফেরার ছিল রবি পূজারি।
২৫ জানুয়ারি ভারতীয় দূতাবাসের কাছে পূজারির আটক হওয়ার খবর আসে। মুম্বই ও দেশের বিভিন্ন প্রান্তে একাধিক তোলাবাজি, অপহরণ, প্রতারণা ও খুনের অভিযোগ রয়েছে তার নামে। মাত্র কয়েকদিন আগে মুম্বই থেকে ধরা পড়ে রবি পূজারির দুই সঙ্গী উইলিয়াম রডরিক্স ও আকাশ শেট্টি। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তাদের একটি সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করে। সরকারের কাছে খবর এলেও সামনে ২৬ জানুয়ারি থাকায় রবি পূজারির ঘটনাটি ধামাচাপা ছিল। এবার দেশের কুখ্যাত গ্যাংস্টারকে কীভাবে দেশে ফেরানো যায়, তার চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস।
এর আগে ভারতের সন্দেহ ছিল, অস্ট্রেলিয়ায় গা-ঢাকা দিয়ে আছে রবি পূজারি। বলিউডের একাধিক শিল্পীকে হুমকি দেওয়ার অভিযোগও আছে তার নামে। উমর খালিদ, শেহলা রশিদ ও জিগ্নেশ মেওয়ানির মতো ছাত্র নেতাও অভিযোগ করেছেন, তাঁদের মেরে ফেলার হুমকি দিচ্ছে রবি পূজারি। দাউদ ইব্রাহিমের সঙ্গী ছোটা রাজনের পর মুম্বইয়ে অপরাধের জাল বিস্তার শুরু করে রবি পূজারি। শুধু মুম্বই নয়, দেশের বিভিন্ন প্রান্তে অপরাধমূলক কাজ শুরু করে। তৈরি করে ইন্টারন্যাশনাল গ্যাং। মুম্বইয়ের পূজারির প্রধান প্রতিদ্বন্দ্বী বালা জালতেকে খুন করার পর আধিপত্য ফিরে পায় রবি পূজারি। তাকে নিজের দলে নিয়ে নেয় দাউদ। ২০০৪ সালে ভারত থেকে পালিয়ে যায় রবি পূজারি। কিন্তু বাইরে থেকে মুম্বই চালাতে থাকে সে। দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা করছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ও কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.