Advertisement
Advertisement

Breaking News

Atiq Ahmed

উমেশ পাল অপহরণ মামলায় বড় রায়, গ্যাংস্টার আতিক আহমেদকে যাবজ্জীবন সাজা

আতিকের দুই সঙ্গীকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের।

Atiq Ahmed gets life Imprisonment in 2006 Umesh Pal kidnapping case | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 28, 2023 3:33 pm
  • Updated:April 8, 2023 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসপি (BSP) নেতা রাজু পাল (Raju Pal) হত্যায় সাক্ষী ছিলেন উমেশ পাল (Umesh Pal)। উমেশকে অপহরণে দোষী সাব্যস্ত হন গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ (Atiq Ahmed)। মঙ্গলবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) একটি আদালত আতিক এবং তাঁর দুই সঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল। এইসঙ্গে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হল আসামিদের।

২০০৫ সালের ২৫ জানুয়ারি হত্যা করা হয় বিএসপি নেতা রাজু পালকে। তৎকালীন জেলা পঞ্চায়েত সদস্য উমেশ পুলিশকে জানান, তিনি ওই হত্যার সাক্ষী। অভিযোগ ওঠে, এরপর থেকেই নানাভাবে উমেশের উপরে চাপ সৃষ্টি করছিলেন আতিক। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি অপহৃত হন উমেশ। ৫ জুলাই ২০০৭-এ উমেশকে অপহরণের ঘটনায় অতিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় নাম জড়ায় অতিকের দুই সঙ্গীর।

Advertisement

[আরও পড়ুন: বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা, নয়া ডেডলাইন জানাল কেন্দ্র]

সম্প্রতি খুন হয়েছেন উমেশ পাল। তাঁকে খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী আরবাজ এবং উসমানকে এনকাউন্টারে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অন্যদিকে উমেশ পাল হত্যা মামলায় জেলবন্দি ছিলেন আতিক। এনকাউন্টারের ভয়ে জেল থেকে বেরোতে নারাজ ছিলেন তিনি। নিরাপত্তা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে মামলাও করেন। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়।

[আরও পড়ুন: ‘দাদু ক্ষমা চেয়েছিলেন প্রমাণ করুন’, রাহুলকে চ্যালেঞ্জ সাভারকরের নাতির]

মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আদালত আতিক ও তাঁর দুই সঙ্গী দীনেশ পাসি এবং খান সৌলত হানিফকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল। পাশাপাশি দোষীদের ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement