সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এনকাউন্টার। ফের এক গ্যাংস্টারের মৃত্যু উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মেরঠের একটি গ্রামে এসটিএফের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানার (Anil Dujana)। প্রসঙ্গত, দিন কয়েক আগেই এনকাউন্টারে (Encounter) মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদের। তার এক মাসের মধ্যেই ফের বড় মাপের গ্যাংস্টারের মৃত্যু হল এনকাউন্টারে।
#WATCH | “Dreaded gangster of western UP, Anil Dujana was killed in an encounter with the Meerut unit of UP STF. He had several cases against him, he was a contract killer and had 18 murder cases against him. Further details are awaited..,” says Amitabh Yash, Additional DGP, STF,… pic.twitter.com/TMNio0wQQf
— ANI (@ANI) May 4, 2023
জানা গিয়েছে, এক সপ্তাহ আগেই খুনের মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন দুজানা। তারপরেই মামলার সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাক্ষীকে খুনের পরিকল্পনা করছেন দুজানা, এমনটাও অভিযোগ ওঠে। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে দুজানাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারি এড়াতে সঙ্গীদের নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়েছিলেন দুজানা। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাধ্য হয়ে পালটা গুলি চালায় পুলিশ।
সবমিলিয়ে ৬২টি ফৌজদারি মামলা ছিল দুজানার বিরুদ্ধে। তার মধ্যে ১৮টি খুনের মামলাও রয়েছে। ২০২২ সালে জাতীয় সুরক্ষা আইনে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় দুজানাকে। ডিসেম্বর মাস থেকে জেলবন্দি ছিলেন এই কুখ্যাত গ্যাংস্টার। গত সপ্তাহেই জামিন পান তিনি।উত্তরপ্রদেশ এসটিএফের অ্যাডিশনাল ডিজিপি অমিতাভ যশ বলেন, “উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা এন কাউন্টারে নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১৮টি খুনের মামলা ছিল।”
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল এনকাউন্টারে মৃত্যু হয় উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদ আহমেদের। তারপর থেকেই রাজ্যের এনকাউন্টার নীতি নিয়ে তুমুল সমালোচনায় সরব হন বিরোধীরা। এই ঘটনার মাত্র তিনদিন পরেই হাসপাতালে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় আতিকেরও। এই ঘটনার এক মাস কাটার আগেই ফের বড় মাপের গ্যাংস্টারের মৃত্যু হল এনকাউন্টারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.