Advertisement
Advertisement

Breaking News

তরুণীকে হোটেলে গণধর্ষণ ফেসবুক বন্ধু ও তার ভাইয়ের

গণধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা৷

Gangraped by facebook friend

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:January 4, 2019 4:59 pm
  • Updated:January 4, 2019 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার বছর তেইশের এক তরুণী৷ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই ঘটে বিপত্তি৷ অভিযোগ, বন্ধু ও তার ভাই দু’জনেই ধর্ষণ করে তাঁকে৷ ধর্ষণের মুহূর্তের ভিডিও দেখিয়ে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ নির্যাতিতার৷ পুলিশের দ্বারস্থ ওই তরুণী৷ তবে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি৷

[সবরীমালা বিক্ষোভে আক্রান্ত হয়েও কর্তব্যে অনড় মহিলা চিত্রসাংবাদিক, ভাইরাল ছবি]

সোশ্যাল মিডিয়ায় সোনু নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় বছর তেইশের ওই তরুণীর৷ প্রথম প্রথম দু’জনের ফেসবুকে অল্পই কথা হত৷ ইদানীং দু’জনের মধ্যে কথার পরিমাণ বেড়ে যায়৷ তৈরি হয় ঘনিষ্ঠতা৷ প্রেমের সম্পর্কও তৈরি হয়৷ তখনও যদিও মুখোমুখি সাক্ষাৎ হয়নি সোনু ও তরুণীর৷ এরপরই তারা সিদ্ধান্ত নেয় একে অপরের সঙ্গে দেখা করবে৷ তরুণীর দাবি, সোনুই একটি হোটেলে তাঁকে ডাকে৷ নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় দু’জনে৷ প্রথমে কথাবার্তা হয়৷ কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পরিস্থিতি৷ অভিযোগ, ওই তরুণীকে ধর্ষণ করে সোনু৷ সেই সময় হোটেলের ওই ঘরে উপস্থিত ছিল সোনুর ভাই৷ সোনুর পর সে-ও ওই তরুণীকে ধর্ষণ করে৷ গোটা ঘটনাই কখনও সোনু আবার কখনও তার ভাই মোবাইলে রেকর্ড করে৷

Advertisement

[ভারতকে রক্তাক্ত করতে তৈরি ‘সমুন্দর জেহাদি’, ষড়যন্ত্র আইএসআই-এর]

নির্যাতিতার আরও অভিযোগ, ধর্ষণের পরেও সোনু ও সোনুর ভাই লাগাতার মানসিক অত্যাচার করত৷ সোনুর ভাই জোর করে তাকে বিয়ে করতেও চায়৷ প্রস্তাবে রাজি না হলে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় সোনু৷ আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকেন তরুণী৷ ক্রমাগত মানসিক চাপ সহ্য করতে পারেননি তিনি৷ তাই বাধ্য হয়ে উত্তরপ্রদেশের শামলি জেলা পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা৷ পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনা জানান তিনি৷ ফেসবুকের সোনুর সঙ্গে তাঁর কথোপকথনও পুলিশকে দেখান নির্যাতিতা৷ তরুণীর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সোনু ও সোনুর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পর থেকে এলাকাছাড়া অভিযুক্তরা৷ তাই গণধর্ষণের ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ অভিযুক্তদের খোঁজে জারি তল্লাশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement