Advertisement
Advertisement

সার্জিক্যাল স্ট্রাইকে অংশগ্রহণকারী জওয়ানদের সর্বোচ্চ শৌর্য পুরস্কার

দেশের ভিতরেও যাঁরা দেশের হয়ে যুদ্ধ করেছেন, সেই সিবিআই অফিসাররাও পুরস্কৃত হলেন৷

Gallantry awards for heroic jawans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 3:36 am
  • Updated:January 26, 2017 3:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ সেপ্টেম্বরের রাতে ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে এসেছিলেন, তাঁদের দেশের সর্বোচ্চ শৌর্য পুরস্কারে ভূষিত করা হল৷ এলিট প্যারা কমান্ডো ফোর্স ও প্যারা স্পেশ্যাল ফোর্স রেজিমেন্টের জওয়ানদের দেওয়া হল এই পুরস্কার৷ পাশাপাশি, ‘কীর্তি চক্র’ পুরস্কার পেয়েছেন প্যারা কমান্ডো বাহিনীর মেজরও৷

ভারত বরাবরই দাবি করে এসেছে, সার্জিক্যাল স্ট্রাইকে সশস্ত্র বাহিনীর কোনও জওয়ানের কোনও ক্ষতি হয়নি৷ কারা এই টপ সিক্রেট মিশনে অংশ নিয়েছিলেন, যত্ন-সহকারে সেটাও গোপন রাখা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, যাঁরা সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে তিন অফিসার ও দুই জওয়ানকে ‘শৌর্য চক্র’ পুরস্কার দেওয়া হয়েছে৷

Advertisement

(তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা)

দু’জন কর্নেল, যাঁরা এই অপারেশনের পরিকল্পনা করেছিলেন, তাঁদের ‘যুদ্ধ সেবা মেডেল’ দেওয়া হয়েছে৷ আরও ১৪ জনকে নজিরবিহীন সাহস ও দেশপ্রেমের জন্য ‘সেনা মেডেল’ দেওয়া হয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত পুরোপুরি গোপন রাখা হয়েছিল৷ পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ২ কিলোমিটার পর্যন্ত ভারতীয় জওয়ানরা পায়ে হেঁটে ঢুকেছিলেন৷ জঙ্গি ও জঙ্গিদের মদতকারী পাক রেঞ্জার্সদের নিকেশ করে ফের দেশে ফিরে এসেছিলেন তাঁরা৷ ভারতীয় সেনাবাহিনীর কর্তারা নজিরবিহীনভাবে এই অপারেশনের সাফল্য প্রকাশ্যে তুলে ধরে দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ স্বরূপ তাঁদের কাছে ছবি ও ভিডিও রয়েছে৷

শুধু সেনা জওয়ানরাই নন, দেশের মধ্যে থেকেই যে সিবিআই অফিসাররা ব্যাপম, সত্যম ও নোট বাতিলের পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করেছেন, তাঁদেরও সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পুরস্কৃত করা হল৷ ২৮ জন সিবিআই অফিসারকে বিভিন্ন সম্মানীয় সার্ভিস মেডেল প্রদান করা হয়েছে৷ সত্যম কর্তা রামলিঙ্গম রাজুর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির তদন্তের জন্য সিবিআই হায়দরাবাদের জয়েন্ট ডিরেক্টর এ ওয়াই ভি কৃষ্ণ, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির তদন্তের জন্য ডিআইজি তরুণ গৌবাকে পুরস্কৃত করা হয়েছে৷

(পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায়)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement