Advertisement
Advertisement

Breaking News

Gadkari

‘আমরা যদি কংগ্রেসের ভুলেরই পুনরাবৃত্তি করি, তাহলে…’, বিজেপিকে সতর্ক করলেন গড়করি

এল কে আডবাণীর মন্তব্য স্মরণ করিয়ে সাবধানবাণী কেন্দ্রীয় মন্ত্রীর।

Gadkari invokes LK Advani's remarks to caution BJP
Published by: Biswadip Dey
  • Posted:July 13, 2024 4:16 pm
  • Updated:July 13, 2024 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে এনডিএ-র ‘চারশো পারে’র স্বপ্ন। বহু আসন খুইয়ে ২৪০-এ শেষ করেছে বিজেপি। ফলে সরকার গড়তে নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর সহায়তা নিতে হয়েছে মোদিকে। এই পরিস্থিতিতে দলকে সতর্ক করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। দলের বর্ষীয়ান নেতা এল কে আডবাণীর মন্তব্য স্মরণ করিয়ে গড়করি মনে করিয়ে দিচ্ছেন, ”বিজেপি একটা আলাদা ধরনের দল।” সেই সঙ্গে তিনি বলছেন, ”যদি আমরা কংগ্রেস যা করেছিল সেটাই করে যাই, তাহলে ওদের প্রস্থান ও আমাদের আগমনের কী অর্থ হয়?”

গোয়ায় শীর্ষ বিজেপি নেতৃত্বের এক বৈঠকে যোগ দিয়েছিলেন গড়করি। সেখানেই তাঁকে এমন মন্তব্য করতে দেখা গিয়েছে। তাঁর কথায়, ”আডবাণীজি বলতেন, বিজেপি (BJP) আলাদা ধরনের একটা দল। আমাদের বুঝতে হবে বাকি দলগুলির থেকে আমরা কোথায় আলাদা। যদি আমরা একই ভুল করি, তাহলে কংগ্রেসের প্রস্থান আর আমাদের আগমনের কী অর্থ হয়? আর সেই কারণেই আগামিদিনে পার্টির ক্যাডারদের বুঝে নিতে হবে রাজনীতি একটা ‘টুল’ যার সাহায্যে সামাজিক ও আর্থিক সংশোধন করা সম্ভব।” দেশকে দুর্নীতিমুক্ত করার ডাকও দিয়েছেন গড়করি।

Advertisement

[আরও পড়ুন: ‘গোল্ডেন ডাকু’ সুবোধ সঙ্গীর সঙ্গে পরকীয়া, প্রেমিকের হাত ধরে ডাকাতদল তৈরি ‘চাচি’র!]

সেই সঙ্গে জাতপাত নিয়ে রাজনীতি করারও বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”জো করেগা জাত কি বাত, উসকো পড়েগি কসকে লাথ।” অর্থাৎ জাতপাত নিয়ে বিজেপির কেউ রাজনীতি করতে চাইলে তিনি প্রতিবাদ করবেন। এমনই বার্তা দিয়ে রাখলেন গড়করি।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ইন্ডিয়া জোট সাফল্য পেয়েছে। এহেন পরিস্থিতিতে নিঃসন্দেহে গেরুয়া শিবিরে আতঙ্কের সঞ্চার হবে। এই ফলাফল বুঝিয়ে দিচ্ছে, গড়করির দল নিয়ে আশঙ্কা অমূলক নয়।

[আরও পড়ুন: ‘বাংলায় কথা বলুন’, পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলরের হিন্দি বুলি থামালেন ফিরহাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement