Advertisement
Advertisement
G20 summit

জি২০ সম্মেলনে বিশ্বকে স্বাগত জানাবে ২৮ ফুট উচ্চতার নটরাজ!

অভ্যাগতদের স্বাগত জানাবে এআই নির্মিত অবতারও।

G20 summit: 28 foot tall Nataraja statue to adorn venue in Delhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 5, 2023 2:06 pm
  • Updated:September 5, 2023 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শেষে দিল্লিতে বসবে জি২০ সম্মেলনের (G20 summit) আসর। আর সেই বৈঠকে অভ্যাগতদের স্বাগত জানাতে ২৮ ফুট দীর্ঘ এক নটরাজের মূর্তি বসানো হচ্ছে ভারত মণ্ডপমে, যেখানে বৈঠক আয়োজিত হবে। চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। মনে করা হচ্ছে, এটাই বিশ্বের দীর্ঘতম নটরাজ মূর্তি।

সব মিলিয়ে ১৮ জন কর্মী কাজ করছেন নটরাজের (Nataraja statue) মূর্তি স্থাপনের কাজে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বরের বৈঠক ঘিরে আলোচনার মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে এই ১৯ টনের অতিকায় মূর্তিটি। মূর্তিটির ভাস্কর তামিলনাড়ুর শিল্পী এস দেবসেনাথিপ্যাথি।

Advertisement

[আরও পড়ুন: ‘ইহুদি নিধনের মতোই..’, সনাতন ধর্ম মন্তব্যে স্ট্যালিনপুত্রকে হিটলারের সঙ্গে তুলনা বিজেপির]

এখানেই শেষ নয়। অভ্যাগতদের স্বাগত জানাবে এআই নির্মিত অবতারও। ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ নামের এক প্রদর্শনী চলবে ভারত মণ্ডপমে। সেখানে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। একেবারে বৈদিক আমল থেকে আধুনিক যুগ, সবটাই ধরা থাকবে ওই প্রদর্শনীতে। ১৬টি ভাষা ব্যবহৃত হবে প্রদর্শনীর অডিওয়। এর মধ্যে ইংরেজি ছাড়াও রয়েছে ফরাসি, ইটালিয়ান, কোরিয়ান ও জাপানি প্রভৃতি।

উল্লেখ্য, ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিনের এই সামিটে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই মঞ্চে মোদি-বাইডেন-জিনপিংকে দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দুনিয়া। কিন্তু সম্ভবত তা হবে না। মোদি ও বাইডেন থাকলেও বৈঠকে থাকছেন না চিনের রাষ্ট্রপ্রধান।

[আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, মণিপুরে সরকারের নিশানায় সংবাদমাধ্যম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement