প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে পড়ুয়াদের দেওয়া হয়েছিল পুষ্টিকর খাবার। তিল-বাদামের চিক্কি। আর তাতেই কিলবিল করছে জীবন্ত লার্ভা, ছত্রাক! মহারাষ্ট্রের অন্তত দুটি স্কুলে ছাত্রছাত্রীদের এমনই ‘বিষাক্ত’ খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠছে পড়ুয়াদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মহারাষ্ট্রের পালঘরের আদিবাসী অধ্যুষিত এলাকার আনন্দ লক্ষ্মণ চন্দাবর সরকারি বিদ্যালয় এবং চিনচানি জেলা পরিষদের স্কুলে ওই খাবার দেওয়া হয়েছিল। তিল-বাদামের চিক্কি হাতে পেয়ে বেজায় খুশি হয় পড়ুয়ারা। কিন্তু চিক্কির প্যাকেট খুলতেই আঁতকে ওঠে তারা। বাড়িতে ওই খাবার দেখাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুল থেকে যে খাবার দেওয়া হয়েছিল তা পুরো ছত্রাকে ভরা ছিল। জীবন্ত লার্ভাও ছিল তাতে। এর পরই অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে খাবার দেখিয়ে অভিযোগ জানান।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পালঘরের কালেক্টর গোবিন্দ বোদকে সংবাদমাধ্যমে জানান, “এই ঘটনা সত্য যে পালঘরের কয়েকটি স্কুলে পড়ুয়াদের খারাপ খাবার হয়েছে। ওই খাবারগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলেই যে সংস্থা ওই খাবার সরবরাহ করেছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।” এক অভিভাবকের অভিযোগ, “আমরা বারবার অভিযোগ করেছি, তার পরও প্রশাসন আমাদের শিশুদের প্রতি অবহেলা করেছে।” বলা রাখা ভালো, মহারাষ্ট্রের এই ঘটনাই প্রথম নয়। এর আগে বিহার, কর্নাটকের স্কুলের মিড ডে মরা টিকটিকির ভাসার অভিযোগ উঠেছিল। যা খেয়ে অসুস্থ হয়েছিল শতাধিক পড়ুয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.