সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘কেউ খাবে, কেউ খাবে না/তা হবে না, তা হবে না’। করোনা (CoronaVirus) কালে এই স্লোগান তুলেই যাদবপুর এলাকায় শ্রমজীবী ক্যান্টিন চালু করেছিলেন বাম ছাত্র-যুবরা। কলকাতাতেই শুধু নয়, জেলার বিভিন্ন প্রান্তেও সস্তায় আমজনতার মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ক্যান্টিন (Canteen) চালু হয়েছিল। দু, আড়াই বছর ধরে টানা পরিষেবা দেওয়ার পর আপাতত সেসব ক্যান্টিনে তালা পড়েছে। তবে শ্রমজীবী ক্যান্টিন থেকে গিয়েছে একটি আদর্শ হিসেবে। সেই আদর্শের পথ ধরে এবার অত্যন্ত কম দামে পেটভরা খাবার দিতে দিল্লিতে সিপিএমের সদর দপ্তরের ক্যান্টিন খুলে দেওয়া হল। মাত্র ১২ টাকায় এখানে মিলবে ভাত, চাপাটি, সবজি-সহ সব খাবার।
দিল্লির (Delhi) গোল মার্কেট চত্বরে বীর সিং মার্গে এ কে গোপালন ভবন। এখানেই সিপিএমে সদর দপ্তর। বড়সড় ভবনের ক্যান্টিন এতদিন চলছিল সাধারণভাবে। এবার তা চলে এল খবরের শিরোনামে। এখানেই চালু হল মাত্র ১২ টাকায় পাওয়া যাচ্ছে চাপাটি, ডাল, ভাত, সবজি। মধ্যাহ্নভোজের পুরো ভরপেট খাবার। গোল মার্কেট চত্বরে হকার, শ্রমিকদের ভিড়। তাঁদের কথা ভেবেই দিল্লিতে সিপিএম পার্টি অফিসের সদর দপ্তরের ক্যান্টিন থেকে চালু হল এই পরিষেবা। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিপিএম (CPM)নেতারা দিল্লিতে এলে এই ক্যান্টিনে অত্যন্ত কম দামে খাবার পাবেন।
এ কে জি ভবনের ক্যান্টিনটি ঢেলে সাজানো হয়েছে। এসেছে বড়সড় ফ্রিজ, মিক্সার-গ্রাইন্ডার, ঠান্ডা জলের ফিল্টার, স্টিলের বাসনপত্র। এছাড়া বাড়তি স্টোভ, গ্যাস সিলিন্ডারও এসেছে। চেয়ার-টেবিলের সংখ্যা বাড়িয়ে অন্দরসজ্জায় বদল আনা হয়েছে। এক টেবিলে চারটে করে চেয়ার বসেছে। যাতে যে কোনও সময় ক্যান্টিনে ভিড় হলে স্থান সংকুলান যেন না হয়।
দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের সদর দপ্তরেই ক্যান্টিন রয়েছে। তবে তার কোনওটাই জনতার জন্য খোলা নয়। শুধুই দলের নেতা, কর্মীদের প্রবেশাধিকার আছে সেখানে। তবে শ্রমজীবী মানুষের দল সিপিএম ভেবেছে সাধারণের কথা। আর তাই খোদ এ কে জি ভবনের ক্যান্টিন শ্রমজীবীদের জন্য উন্মুক্ত করে দিলেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাতরা। এমনকী তাঁরা নিজেরাও সেই ক্যান্টিনে মাত্র ১২ টাকায় মধ্যাহ্নভোজ করছেন বলে খবর। ক্যান্টিনটি চালানোর দায়িত্ব পার্টির হোলটাইমারদের। এই উদ্যোগের প্রশংসা করে বলা হচ্ছে, এটাই হল মার্কসিস্ট-লেনিনিস্ট লাঞ্চ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.