সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মাঝেই রবিবার বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। জানিয়ে দেওয়া হয়, ১২ মে অর্থাৎ মঙ্গলবার থেকেই ফের চালু হবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। অল্প সংখ্যক ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে যাত্রীদের। ধীরে ধীরে বাড়বে ট্রেনের সংখ্যা। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। এবার প্রশ্ন হল, কোন কোন স্টেশন থেকে ট্রেন ছাড়বে? তাদের গন্তব্যই বা কী হবে? চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
করোনা মোকাবিলায় সেই মার্চের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে বন্ধ সমস্ত ধরনের ট্রেন পরিষেবা। ফলে ভিনরাজ্যে আটকে রয়েছেন বহু মানুষ। কেউ চিকিৎসার জন্য অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন তো কেউ ঘুরতে কিংবা কাজে গিয়ে। সেই সমস্ত নাগরিকরা এবার ফিরতে পারবেন বাড়ি। সম্প্রতি ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরত আনতে অবশ্য স্পেশ্যাল শ্রমিক ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। যাতে সমস্ত গাইডলাইন মেনে শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এবার শুধু তাঁরাই নয়, বাড়ি ফিরতে পারবেন সকলেই। আজ, সোমবার বিকেল ৪টেয় শুরু টিকিট বুকিং। মোট ৩০টি সফরের ব্যবস্থা হয়েছে আপাতত। রেলমন্ত্রকের তরফে বলা হয়েছে, “১২ মে থেকে ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পথে হাঁটছে রেল। নতুন রুটেও ট্রেন চলাচল শুরু করা হবে। তবে নিয়ম মেনে যাত্রীদের ফেস শিল্ডে মুখ ঢেকে রাখতে হবে। সেই সঙ্গে ট্রেনে ওঠার সময় প্রত্যেকের স্ক্রিনিং করা হবে। যাঁদের করোনার উপসর্গ নেই, শুধুমাত্র তাঁদেরই সফরের অনুমতি দেওয়া হবে।” কেবলমাত্র আইআরসিটিসির (IRCTC) সাইট থেকেই কাটতে হবে টিকিট।
এবার একনজরে দেখে নেওয়া যাক কোন ট্রেন কবে কোন স্টেশন থেকে ছাড়বে?
১. হাওড়া-নয়া দিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে বিকেল সাড়ে ৪টে। যাবে রোজ।
২. নয়াদিল্লি-হাওড়া স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১৩ মে বিকেল ৪টে ৫৫ মিনিটে। চলবে প্রতিদিন।
৩. রাজেন্দ্র নগর-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে সন্ধে ৭টা। চলবে প্রতিদিন।
৪. নয়াদিল্লি- রাজেন্দ্র নগর স্পেশ্যাল ট্রেন- ১৩ মে ছাড়বে বিকেল ৫টা ১৫ মিনিটে। চলবে প্রতিদিন।
৫. ডিব্রুগড়-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৪ মে রাত ৮টা ৩৫ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
৬. নয়াদিল্লি-ডিব্রুগড় স্পেশ্যাল ট্রেন- ১২ মে ছাড়বে বিকেল ৪.১০-এ। চলবে প্রতিদিন।
৭. নয়াদিল্লি-জম্মু তাওয়াই স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে রাত ৮টা ৪০-এ। চলবে প্রতিদিন।
৮. জম্মু তাওয়াই-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়ার সময় ১৩ মে সন্ধে ৭টা ৪০ মিনিট। চলবে প্রতিদিন।
৯. বেঙ্গালুরু-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১২ মে সন্ধে ৮টায় ছাড়বে ট্রেনটি। চলবে প্রতিদিন।
১০. নয়াদিল্লি-বেঙ্গালুরু স্পেশ্যাল ট্রেন- ১৪ মে রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
১১. তিরুঅনন্তপুরম-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৫ মে ছাড়বে সন্ধে ৭টা ১৫ মিনিটে। চলবে মঙ্গল-বৃহস্পতি ও শুক্রবার।
১২. নয়াদিল্লি-তিরুঅনন্তপুরম স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১৩ মে সকাল ১০.৫৫-য়। চলবে মঙ্গল-বুধ-রবিবার।
১৩. চেন্নাই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৫ মে ভোর ৬টা ৫মিনিটে ছাড়বে। চলবে শুক্র ও রবিবার।
১৪. নয়াদিল্লি-চেন্নাই সেন্ট্রাল স্পেশ্যাল ট্রেন- ১৩মে ছাড়বে বিকেল ৩.৫৫ মিনিটে। বুধ ও শুক্রবার চলবে।
১৫. বিলাশপুর-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৪ মে দুপুর ২টোয় ছাড়বে। চলবে সোম ও বৃহস্পতিবার।
১৬. নয়াদিল্লি-বিলাশপুর স্পেশ্যাল ট্রেন- ছাড়বে ১২ মে বেলা ৩.৪৫। মঙ্গল ও শনিবার চলবে।
১৭. রাঁচি-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৪ মে ছাড়ার সময় বিকেল ৫.১০। বৃহস্পতি ও রবিবার চলবে।
১৮. নয়াদিল্লি-রাঁচি স্পেশ্যাল ট্রেন- ১২ মে বিকেল ৪টেয় ছাড়বে। চলবে বুধ ও শনিবার।
১৯. মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ছাড়ার সময় ১২ মে বিকেল ৫টা। চলবে রোজ।
২০. নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল স্পেশ্যাল ট্রেন- ১৩ মে বিকেল ৪.২৫-এ ছাড়বে। চলবে রোজ।
২১. আহমেদাবাদ-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১২ মে বিকেল ৫টা ৪০-এ ছাড়বে। চলবে রোজ।
২২. নয়াদিল্লি-আহমেদাবাদ স্পেশ্যাল ট্রেন- ১৩ মে সন্ধে ৭.৫৫ মিনিটে ছাড়বে। রোজ চলবে।
২৩. আগরতলা-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৮ মে ছাড়বে সন্ধে সাড়ে ৬টায়। চলবে সোমবার।
২৪. নয়াদিল্লি-আগরতলা স্পেশ্যাল ট্রেন- ২০ মে ছাড়বে সন্ধে ৭.৫০ মিনিটে। চলবে বুধবার করে।
২৫. ভুবনেশ্বর-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৩ মে ছাড়বে সকাল সাড়ে ৯টায়। রোজ চলবে।
২৬. নয়াদিল্লি-ভুবনেশ্বর স্পেশ্যাল ট্রেন- ১৪ মে ছাড়বে বিকেল ৫.০৫ মিনিটে। রোজ চলবে।
২৭. নয়াদিল্লি-মারগাঁও স্পেশ্যাল ট্রেন- ১৫ মে প্রথম ট্রেন ছাড়বে সকাল ১০.৫৫ মিনিটে। চলবে শুক্র ও শনিবার।
২৮. মারগাঁও-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ১৭ মে সকাল ১০টায় যাত্রা শুরু। চলবে রবি ও সোমবার।
২৯. সেকেন্দ্রাবাদ-নয়াদিল্লি স্পেশ্যাল ট্রেন- ২০ মে ছাড়বে বেলা ১২টা ৪৫ মিনিটে। চলবে বুধবার।
৩০. নয়াদিল্লি-সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল ট্রেন- ১৭ মে যাত্রা শুরু বিকেল ৩টে ৫৫ মিনিটে। চলবে রবিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.