Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মোদির শপথে চাঁদের হাট, থাকবেন মুইজ্জু,হাসিনা-সহ ৭ রাষ্ট্রপ্রধান, রইল পূর্ণাঙ্গ তালিকা

হাই প্রোফাইল অতিথিদের জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা দিল্লিতে।

Full list of foreign leaders attending PM Modi's swearing in

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 9, 2024 1:26 pm
  • Updated:June 9, 2024 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। বিশেষ এই অনুষ্ঠানের সাক্ষী হতে আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানকে। জানা গিয়েছে, রবিবার বিকেলে মোদির শপথে বসবে চাঁদের হাট। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান।

‘প্রতিবেশী প্রথম’। এই নীতিতে জোর দিয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মরিশাস, মালদ্বীপকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়, সেই জন্যই সার্কের অধিকাংশ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিনের ‘গা জোয়ারি’ রুখতে ও নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে কৌশলগত দিক দিয়ে এই দেশগুলো ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

[আরও পড়ুন: বিদায় নাড্ডার! বিজেপির নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে কারা?

জানা গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথকে ফোনে আমন্ত্রণ জানান মোদি (Narendra Modi)। বাকি সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধে সোয়া সাতটা থেক শুরু হওয়া শপথগ্রহণে হাজির থাকবেন অন্তত সাতটি দেশের রাষ্ট্রপ্রধান। রবিবার দুপুরের মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবেন সকলে।

অতিথিদের তালিকায় সবচেয়ে নজরকাড়া নাম মহম্মদ মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর থেকেই ভারতের সঙ্গে ‘শত্রুতার’ সম্পর্ক হয়েছে তাঁর। কিন্তু মোদির আমন্ত্রণে ভারতে আসছেন তিনি। এছাড়াও হাজির থাকবেন শেখ হাসিনা, রনিল বিক্রমসিংহে, পুষ্পকমল দাহাল, শেরিং তোবগে, প্রবিন্দ যুগনাথ, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ সকলেই। হাজির থাকবেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জানা গিয়েছে, হাই প্রোফাইল অতিথিদের জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা দিল্লিতে। হোটেলগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। হোটেল থেকে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য বিশেষ নিরাপত্তা রয়েছে।

[আরও পড়ুন: লোকসভায় ধাক্কা খেতেই শুরু ‘খয়রাতি’, বিনামূল্যে বাস পরিষেবা হরিয়ানার বিজেপি সরকারের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement