Advertisement
Advertisement

Breaking News

আয়ত্তের বাইরে চলে যাচ্ছে জ্বালানির দাম, সুরাহার খোঁজে মধ্যবিত্ত

নতুন করে তেলের দাম বৃদ্ধির জেরে চূড়ান্ত অস্বস্তিতে আম জনতা৷

Fuel prices hiked again
Published by: Kumaresh Halder
  • Posted:September 13, 2018 1:17 pm
  • Updated:September 13, 2018 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বিতর্কের ঝড় উঠলেও কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে না জ্বালানি তেলের দাম৷ রাজ্য সরকারের তরফে এক টাকা জ্বালানি তেলের দাম কমিয়েও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না জ্বালানি যন্ত্রণা৷ নতুন করে তেলের দাম বৃদ্ধির জেরে চূড়ান্ত অস্বস্তিতে আম-জনতা৷  

[৩২৮টি ওষুধের উপর নিষেধাজ্ঞা, কোপ পড়ল স্যারিডনেও]

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮১.০০ টাকা৷ ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৭৩.০৮ টাকায়৷ রাজধানীর সঙ্গে শহর কলকাতায় লাফিয়ে বেড়েছে জ্বালানি যন্ত্রণা৷ রাজ্য সরকারের উদ্যোগে এক টাকা দাম কমলেও এই মুহূর্তে পেট্রল লিটার প্রতি ৮২.৯৮ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৫.০৩ টাকা দাঁড়িয়েছে৷ চেন্নাইয়ে পেট্রল লিটার প্রতি ৮৪.১৯ টাকা ও ডিজেলের দাম পৌঁছে গিয়েছে লিটার প্রতি ৭৭.২৫ টাকায়৷ বাণিজ্যনগরীতে রেকর্ড ছুঁয়েছে জ্বালানি তেলের দাম৷ মুম্বইয়ে পেট্রল লিটার প্রতি ৮৮.৩৯ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৭.৫৮ টাকায় বিক্রি হচ্ছে খোলা বাজারে৷

Advertisement

[জেটলিকে নিয়ে মালিয়ার অভিযোগ, পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিরোধীদের]

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও৷ পাশাপাশি, ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ পতন হয়েছে টাকার মূল্যে৷ ফলে, সংসার চালাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের৷ কবে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে৷ তবে জ্বালানির এই মূল্যবৃদ্ধির দায় নিজেদের কাঁধ থেকে ঝাড়তে চাইছে কেন্দ্র৷ তাদের দাবি, আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবই পড়েছে দেশীয় বাজারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই পেট্রল-ডিজেল মহার্ঘ বলে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ যদিও সরকারের এই যুক্তি কোনওমতেই মানছেন না বিরোধীরা৷

[চিতাবাঘের মল-মূত্রই সাফল্যের চাবিকাঠি, সার্জিক্যাল স্ট্রাইকের তথ্যফাঁস প্রাক্তন সেনাকর্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement