Advertisement
Advertisement

Breaking News

ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, মহার্ঘ -পেট্রল-ডিজেল-কেরোসিনও

পুজোর আগে বিপাকে মধ্যবিত্ত৷

Fuel price hiked again, LPG to cost Rs 502.4 per cylinder
Published by: Kumaresh Halder
  • Posted:October 1, 2018 12:08 pm
  • Updated:October 1, 2018 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে মাথায় হাত মধ্যবিত্তের৷ ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২ টাকা ৮৯ পয়সা বেড়েছে৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৫৯ টাকা  বেড়েছে৷  দাম বেড়েছে পেট্রোল, ডিজেল ও কেরোসিনেরও৷

[পুরুষ ও মহিলাদের পৃথক লাইন, নয়া নিয়ম পুরীর জগন্নাথ মন্দিরে]

প্রেস বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম এবং ডলার ও টাকার বিনিময় মূল্যের পার্থক্যের জন্যই এই দাম বৃদ্ধি৷ শুধু যে রান্নার গ্যাসে দাম বেড়েছে, এমনটা কিন্তু নয়৷ দাম বেড়েছে পেট্রোল, ডিজেল, এমনকী কেরোসিনেরও৷ ফলে একদিকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি,  অন্যদিকে কেরোসিন তেলের দাম বাড়ায় বিপাকে আম বাঙালি৷

Advertisement

[‘নিরীহ হিন্দুকে গুলি করল পুলিশ, প্রতিবাদ করলেই আমরা সাম্প্রদায়িক!’]

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার থেকে রাজ্যজুড়ে প্রতি লিটার কেরোসিনের দাম দাঁড়িয়েছে ২৯ থেকে ৩২ টাকা৷ ২০০৪ সালে রেশনে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ন’টাকার কাছাকাছি৷ ১৪ বছরের মধ্যে প্রায় ২০ টাকা দাম বৃদ্ধি পেল৷ ভর্তুকিহীন কেরোসিন তেলের দামও লাফিয়ে বেড়েছে৷ পরিস্থিতি এমনই যে,  জ্বালানি তেলের খরচ কমাতে ইতিমধ্যেই রাজ্যগুলিকে কেরোসিনের কোটা ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্র৷ ফলে, অদূর ভবিষ্যতে কেরোসিনের দাম আরও চড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে৷  প্রভাব পড়বে  নিম্ন মধ্যবিত্তের হেঁসেলেও৷

[রেলে স্বচ্ছতার প্রতিযোগিতা, গান্ধীর ছবিতে সেজে উঠছে স্টেশন]

গ্রামবাংলায় জ্বালানি হিসেবে মূলত কেরোসিনই ব্যবহার করা হয়৷  সেচের কাজ থেকে রান্নার উনান জ্বালাতে ভরসা কেরোসিন ৷ ফলে, এই পরিস্থিতিতে  তেলের দাম বৃদ্ধি পেলে সাধারণ জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মত পর্যবেক্ষক মহলের একাংশের৷ অন্যদিকে, কেরোসিন, রান্নার গ্যাসের সঙ্গে পাল্টা দিয়ে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম৷ কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৩৫টাকা৷ ডিজেলের দাম পৌঁছে গিয়েছে ৭৬.৯৪টাকায়৷ ফলে, পুজোর মুখে ত্রিমুখী আক্রমণে জেরবার নগরজীবন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement