Advertisement
Advertisement

টেক অফের আগে বিমানের ইঞ্জিন থেকে বেরল জ্বালানি, ছড়াল চাঞ্চল্য

আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

Fuel leak from Indigo jet at Delhi airport triggers panic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2017 8:49 am
  • Updated:December 27, 2017 8:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিমানের টেক অফ করতে তখন আর বেশি দেরি নেই। আচমকাই ইঞ্জিনটি বিমান থেকে খুলে গিয়ে ধাক্কা মারল পাঁচিলে। গলগল করে বেরোতে শুরু করল জ্বালানি! দিল্লির বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। ঘটনার জেরে প্রায় আধঘণ্টা বন্ধ রাখা হয় একটি রানওয়ে।

[নিশানায় কলকাতা, ভিডিও প্রকাশ করে নাশকতার হুমকি আল কায়েদার]

Advertisement

কীভাবে ঘটল এই ঘটনা?  দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ১৭৩ জন যাত্রী নিয়ে কাবুলে উড়ে যাওয়ার কথা ছিল একটি বিমানের। কিন্তু, টেক-অফের ঠিক আগের মুহূর্তে বিকট শব্দ! তড়িঘড়ি রানওয়ের দিকে ছুটে যান বিমানবন্দরের আধিকারিকরা। দেখা যায়, টেক অফের প্রক্রিয়া চলাকালীন, ডানদিকে দ্বিতীয় ইঞ্জিনের একটি অংশ বিমান থেকে আলাদা হয়ে গিয়েছে। প্রায় ৩০০ মিটার গড়িয়ে গিয়ে রানওয়ে লাগোয়া পাঁচিলে ধাক্কা দেয় সেটি। এত জোরে ধাক্কা লেগেছে যে ইঞ্জিন থেকে গলগল করে বেরচ্ছে বিমানের তরল জ্বালানি। এরপর দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে রানওয়ে দিয়ে ফের বে-তে আনা হয়। যাত্রীদের সকলকেই নিরাপদে বিমান থেকে নামিয়েও আনা হয়। প্রসঙ্গত, টেক-অফের আগে বিমানবন্দরে যে জায়গায় বিমানগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়, সেই জায়গাটিকে বে বলা হয়। দিল্লির বিমানবন্দরে এই ঘটনায় যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[টর্চের আলোয় অস্ত্রোপচার করে সাসপেন্ড চিকিৎসক]

দেশের ব্যস্ততম বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এদেশে আগত ভিআইপিরা এই বিমানবন্দরেই নামেন। দিল্লি বিমানবন্দর থেকে যাতায়াত বহু সেলিব্রিটিরও। দিনভর কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে বিমানবন্দর চত্বর। কিন্তু, তা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল?  তার সদুত্তর মেলেনি। তবে এই ঘটনার জন্য দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার গলদকেই দায়ি করছেন বিশেষজ্ঞরা।

[পারলে কন্ডোম বানিয়ে দেখান, রামদেবকে চ্যালেঞ্জ রাখি সাওয়ান্তের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement