সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ শেষ। ২০২৪-এ পা দিতে চলেছে বিশ্ব। নতুন বছরের সেলিব্রেশনের জন্য প্রস্তুত হচ্ছে গোটা দেশ। তবে একই সঙ্গে সাবধানও হয়ে যেতে হবে। কারণ ২০২৪ সালের শুরু থেকে বদলে যাচ্ছে বেশ কিছু আর্থিক নিয়ম। সিম কার্ড থেকে আধার কার্ড নানা ক্ষেত্রে এই পরিবর্তনগুলি কার্যকর হবে।
সিম কার্ড: ১ জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল KYC করতে হবে। কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সোমবার থেকে আর আধার কার্ডের জেরক্স জমা দিলে সিম মিলবে না। সিম কিনতে অনলাইনে নথি আপলোড করতে হবে।
আধার কার্ড: আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডে কোনও পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। ১ জানুয়ারি থেকে, আধার কার্ডের তথ্য পরিবর্তনের জন্য ৫০ টাকা করে লাগবে।
ইউপিআই: ইউপিআই নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কেন্দ্র। এবার এক বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে কেন্দ্র। ১ জানুয়ারি থেকে, ১ বছর ধরে বন্ধ থাকা UPI অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাঙ্ক এবং Paytm, PhonePe ও Google Pay-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি অ্যাকাউন্ট ডিলিট করার কাজ শুরু করবে।
আয়কর রিটার্নে জরিমানা: আয়কর রিটার্নের বর্ধিত সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকে আইটিআর ফাইল করার জন্যও জরিমানা দিতে হতে পারে। এই জরিমানার পরিমান ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ব্যাঙ্ক লকার চুক্তি: রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, লকার রাখতে হলে নতুন বছরের আগেই চুক্তি করতে হবে গ্রাহকদের। নাহলে ১ জানুয়ারি থেকে লকার পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।
গাড়ি কেনা এবং পার্সেল পাঠানো ব্যয়বহুল: কেন্দ্রীয় সরকার কর বাড়ানোয় নতুন বছরের শুরুতে বেড়ে যাচ্ছে গাড়ি কেনার খরচ। বাড়ছে পার্সেল পাঠানোর খরচও।
গ্যাস সিলিন্ডারের দাম: এমনিতে প্রতি মাসের প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ হয়। এবারও হবে। রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে গ্যাসের দাম কমানোর কথা আগেই ঘোষণা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.