Advertisement
Advertisement

প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে নজর রিলায়েন্স কর্তার

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত মিলিটারি হার্ডওয়্যার তৈরির বরাত পেতে ঝাঁপাচ্ছে অনিল অম্বানির সংস্থা৷

From missiles to submarines, Anil Ambani bets big on defence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 3:58 pm
  • Updated:May 30, 2016 3:58 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিল অম্বানির রিলায়েন্স গ্রুপ এবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির দিকে নজর দিল৷ ভবিষ্যতে কোনও বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে যৌথ উদ্যোগে মিসাইল সিস্টেম, হেলিকপ্টার, সাবমেরিন তৈরি করতে চায় রিলায়েন্স গ্রুপ৷

Advertisement

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত মিলিটারি হার্ডওয়্যার তৈরির বরাত পেতে ঝাঁপাচ্ছে অনিল অম্বানির সংস্থা৷ এর আগেও একাধিক ঝুঁকিসাপেক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার কর্ণধার৷ যার মধ্যে কয়েকটি সেভাবে দাগ কাটেনি জনমানসে৷ কিন্তু এবার অনিল অম্বানি চাইছেন রিলায়েন্সকে দেশের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা হিসাবে গড়ে তুলতে৷

ইতিমধ্যেই একাধিক সরকারি চুক্তির জন্য টেন্ডার জমা দিয়েছে সংস্থাটি৷ ৮৪০ বিলিয়ন টাকার টেন্ডার জমা দিলেও এখনও পর্যন্ত রিলায়েন্সের কপালে একটিও শিকে ছেঁড়েনি৷ তার পিছনে অন্যতম কারণ হল, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতিতে রিলায়েন্সের কোনও অভিজ্ঞতা নেই৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা৷ মোদি চান, বিদেশি সংস্থাগুলি দেশীয় সংস্থার সঙ্গে জুটি বেঁধে ডিফেন্স মেকানিজম তৈরি করুক৷ কয়েকটি সরঞ্জাম তৈরি হোক এ দেশেও৷ যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতে অস্ত্র, সরঞ্জাম তৈরি করে চটজলদি লাভের আশা করলে রিলায়েন্স ভুল করবে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement