সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হচ্ছে অপেক্ষা। আগামী জুন মাস থেকেই ইপিএফও সদস্যরা ইউপিআই এবং এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি তুলতে পারবেন ইপিএফের টাকা। জানিয়ে দিলেন কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের সচিব সুমিতা দাওরা। তিনি জানিয়েছেন, মে মাসের শেষ বা জুন মাসের শুরুতে পিএফের টাকা তোলার ক্ষেত্রে ঐতিহাসিক বদল আসতে চলেছে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছে, কেন্দ্র ইপিএফও-৩.০ আনার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে ইপিএফও-র নিয়মে অনেক পরিবর্তন হবে। তখন বিনিয়োগকারীরা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা এবং বিনিয়োগে আরও বেশি সুবিধা পাবেন। ইপিএফও ৩.০ কার্যকর হলে কর্মীরা এটিএম-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। টাকা তোলা যাবে ইউপিআইয়ের মাধ্যমেও। এই নিয়ম কার্যকর হওয়ার পরে, পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সহজ হয়ে যাবে।
কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের সচিব বলছেন, মে মাসের শেষ দিকে বা পয়লা জুন থেকেই পিএফের টাকা তোলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। গ্রাহকরা ইউপিআইয়ের মাধ্যমে পিএফের ব্যালেন্স চেক করতে পারবেন। আবার সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। কোন ব্যাঙ্কের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে, সেটাও বেছে নিতে পারবেন গ্রাহকরা।
নতুন এই ব্যবস্থা চালু হলে পিএফের টাকা তোলার ক্ষেত্রে অনলাইন বা অফলাইনে অ্যাপ্রুভালের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আবেদন করলেই দ্রুত টাকা পাওয়া যাবে। এই কার্ডে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের ব্যবস্থা থাকবে। টাকা তুলতে গেলে মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই টাকা তোলা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.