Advertisement
Advertisement

Breaking News

Rekha Gupta

পাপস্খলন! কেজরিকে বিঁধে যমুনা সংস্কারে বিরাট বরাদ্দ দিল্লি সরকারের

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে বিজেপি।

From Clean Yamuna To Job Creation: CM Rekha Gupta Charts Delhi’s Long-Term Makeover Blueprint

ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:April 17, 2025 9:34 pm
  • Updated:April 17, 2025 9:34 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ক্ষমতায় আসার আগেই প্রচারে যমুনাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই সঙ্গে আম আদমি পার্টির বিরুদ্ধে প্রচার চালানো হয়েছিল, দু-দুবার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি কেজরিওয়াল সরকার। ক্ষমতা দখল করেই যমুনাকে দূষণমুক্ত করার লক্ষ্যে নেমে পড়ল গেরুয়া শিবির। সেই লক্ষ্যে ৩১৪০ কোটি টাকা বরাদ্দ করল রেখা গুপ্তার সরকার। যমুনা পরিস্কারের জন্য দিল্লির বিভিন্ন জায়গায় ২৭টি পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে বলে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে।

দিল্লির বুক চিরে বয়ে যাওয়া যমুনা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে যমুনার দূষণে দিল্লিবাসী অতিষ্ঠ। যমুনা নিয়ে দিল্লিবাসীর আবেগের পাশাপাশি জীবন যন্ত্রণাকে হাতিয়ার করে রাজনীতি করে রাজনৈতিক দলগুলি। নির্বাচন এলেই যমুনার দূষণকে প্রচারের আলোয় নিয়ে আসে রাজনীতির কুশীলবরা। কিন্তু যমুনা বয়ে চলে আপন ধারায়। এবার যে দিল্লিবাসীর আবেগ ও জীবন যন্ত্রণা নিয়ে খেলা করা যাবে না তা টের পেয়েছে রাজধানীর বিজেপি সরকার। তাই যমুনা পরিস্কারের জন্য বড়সড় অর্থ বরাদ্দ করা হলে।

Advertisement

যে সাতাশটি জায়গায় পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে তার মধ্যে রয়েছে, ওয়াজিদপুর, নারেলা, কাঞ্জাওয়ানা, নাজিপুর, সালাহপুর, পাঞ্জাবখোর, নিজামপুর, জানতি। যমুনার পরিশ্রুত জল চাষবাস ছাড়াও অন্যান্য কাজে লাগানো হবে বলে জানান হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্যের প্রধান দু’টি বাসস্টপ সাময়িকভাবে দাওয়ারকাতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement