Advertisement
Advertisement

ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে

কবে থেকে উঠে যাচ্ছে উর্ধ্বসীমা?

From 13 March there will be no limit on cash withdrawal from savings bank accounts: RBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 9:59 am
  • Updated:February 8, 2017 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধাপে ধাপে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাবে, বুধবার এই কথাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ রিজার্ভ ব্যাঙ্ক এদিন জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ২৪ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হচ্ছে৷ পাশাপাশি, আগামী ১৩ মার্চ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় আর কোনও ঊর্ধ্বসীমাই থাকছে না৷

অন্যদিকে, রেপো রেট ৬.২৫ শতাংশ অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ রিভার্স রেপো রেটও ৫.৭৫ শতাংশই রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ আসন্ন মার্চ মাসে ২০১৬-১৭ আর্থিক বছরের শেষে বৃদ্ধির হার ৬.৯ শতাংশ থাকবে বলে আশা প্রকাশ করেছে আরবিআই৷ ২০১৭-১৮-তে বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক৷

Advertisement

এদিন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা জানিয়েছেন, নোট বাতিলের পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে দেশের আর্থিক পরিস্থিতি৷ ব্যাঙ্কিং পরিষেবাও স্বাভাবিক হওয়ার পথে৷ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ৫০০ ও ২০০০ টাকার নতুন যে নোট বাজারে ছাড়া হয়েছে সেগুলি জাল করা কার্যত দুঃসাধ্য৷ ২৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট-সহ মোট ৯.৯২ লক্ষ কোটি টাকা বাজারে ছাড়া হয়েছে৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement