সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধাপে ধাপে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাবে, বুধবার এই কথাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ রিজার্ভ ব্যাঙ্ক এদিন জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ২৪ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হচ্ছে৷ পাশাপাশি, আগামী ১৩ মার্চ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় আর কোনও ঊর্ধ্বসীমাই থাকছে না৷
অন্যদিকে, রেপো রেট ৬.২৫ শতাংশ অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ রিভার্স রেপো রেটও ৫.৭৫ শতাংশই রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ আসন্ন মার্চ মাসে ২০১৬-১৭ আর্থিক বছরের শেষে বৃদ্ধির হার ৬.৯ শতাংশ থাকবে বলে আশা প্রকাশ করেছে আরবিআই৷ ২০১৭-১৮-তে বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক৷
এদিন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা জানিয়েছেন, নোট বাতিলের পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে দেশের আর্থিক পরিস্থিতি৷ ব্যাঙ্কিং পরিষেবাও স্বাভাবিক হওয়ার পথে৷ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ৫০০ ও ২০০০ টাকার নতুন যে নোট বাজারে ছাড়া হয়েছে সেগুলি জাল করা কার্যত দুঃসাধ্য৷ ২৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট-সহ মোট ৯.৯২ লক্ষ কোটি টাকা বাজারে ছাড়া হয়েছে৷
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.