Advertisement
Advertisement

ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অসমের তিনসুকিয়া

জারি ১৪৪ ধারা, থমথমে এলাকা৷

 Fringe groups clashes over viral Facebook Post in Assam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2018 6:18 pm
  • Updated:September 16, 2018 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অসমের তিনসুকিয়া জেলা৷ শুক্রবার ঘটনার সূত্রপাত হয় ওই জেলার ডুমডুমা এলাকায়৷ পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে, ১৪৪ ধারা জারি করতে হয় প্রশাসনকে৷ রবিবার পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে বলে সূত্রের খবর৷ ঘটনায় মূল অভিযুক্ত আজিজ খানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[রাজনৈতিক ফায়দা তুলতেই বাজপেয়ীর মৃত্যুকে ঢাল, বিজেপিকে তোপ মায়াবতীর]

Advertisement

সমগ্র দেশের মতো শুক্রবার গণেশ পুজোর আনন্দে মেতে ছিল ডুমডুমা এলাকা৷ ওইদিনই ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেন অভিযুক্ত আজিজ খান৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি৷ ছড়িয়ে পড়তে থাকে ক্ষোভ৷ অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এক গোষ্ঠী৷ কিন্তু ততক্ষণে বাড়ি ছেড়ে অন্যত্র চম্পট দিয়েছে মূল অভিযুক্ত৷ এরপরেই পরিস্থিতি আরও চরমে পৌঁছায়৷ আজিজ খানকে বাড়িতে না পেয়ে তাঁর আশপাশের বাড়িতে হামলা চালায় ওই গোষ্ঠীর লোকেরা৷ তাঁদের উপর পালটা হামলা করে অন্য গোষ্ঠীও৷ ফলে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকাজুড়ে৷ এর আঁচ পৌঁছায় পাশের বর হাফজান এলাকাতেও৷ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে নামাতে হয় বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ৷

[বামেদের দখলেই থাকল জেএনইউয়ের ছাত্র সংসদ, ফলাফলে হতাশ গেরুয়া শিবির]

ইতিমধ্যে শনিবার তিনসুকিয়া জেলাতে বনধের ডাক দেয় বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো কয়েকটি গেরুয়াপন্থী সংগঠনগুলি৷ তবে বনধ না মেনে কয়েকটি দোকানপাট খোলা থাকলে দোকানের মালিককে মারধর করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷ শনিবার মূল অভিযুক্ত আজিজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে রুজু হয়েছে একাধিক মামলা৷ তা ছাড়াও গুজব রটানোর অপরাধে গ্রেপ্তার হয়েছে আরও সাতজন৷ সূত্রের খবর, সমগ্র তিনসুকিয়া জেলার পরিস্থিতি এখনও থমথমে৷ জারি রয়েছে ১৪৪ ধারা, চলছে পুলিশ ও ব়্যাফের টহলদারি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement