সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : রাজস্থানের চিতোরগড় কেল্লায় ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। রবিবার রাতে ঐতিহাসিক এই কেল্লায় হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় রাজপুত রানির স্মৃতিবিজড়িত পদ্মিনী মহলে। ভেঙে গুঁড়িয়ে দেয় প্রাচীন আয়নাগুলি। এই ঘটনায় সন্দেহের তির কর্ণি সেনার সমর্থকদের উপর। সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীর সেটেও হামলা চালিয়েছিল এই দল।
আগে বেশ কয়েকবার পদ্মিনী মহলের এই আয়নাগুলি খুলে ফেলার দাবি তুলেছিল কর্ণি সেনার সমর্থকরা। তাদের দাবি, এই আয়নাটির সঙ্গে ইতিহাসের কোনও সম্পর্কই নেই। গাইডরা পর্যটকদের এই আয়না দেখিয়ে রানি পদ্মিনী সম্পর্কে ভুল বার্তা দেন, যা রাজপুতদের ইতিহাসকে কলঙ্কিত করে।
বাবরি কাণ্ডে বাদ নয় আদবানির নাম, জানাল সুপ্রিম কোর্ট
প্রায় ৫০ বছর আগে এই আয়নাগুলি পদ্মিনী মহলে লাগানো হয়েছিল। শোনা যায়, এই আয়না দিয়েই নাকি রানি পদ্মিনীকে দেখেছিলেন আলাউদ্দিন খিলজি। রানা রতন সিং ন্যায়-নীতির সঙ্গে আপস করে স্ত্রী পদ্মিনীকে দেখার সুযোগ করে দিয়েছিলেন খিলজিকে, এমন কথাও শোনা যায়। কিন্তু কর্ণি সেনা এই তথ্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি তুলেছে একাধিকবার। কিছুদিন আগে তারা দাবি করে, এই আয়নাগুলি খুলে ফেলতে হবে, না হলে তারাই তা করে দেখাবে। এরপর রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
প্রসেনজিতের জন্য এবার এই কাজটিই করলেন বিগ বি
চিতোরগড় কেল্লাটি যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আওতায়। এই হামলার ঘটনা পর তারা অভিযোগও দায়ের করে। তবে কারও নাম করে কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.