সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তি ফেরানোর উদ্যোগ নিয়ে কাশ্মীরে যখন সর্বদলীয় বৈঠকে উদ্দ্যেশে পৌঁছেছেন স্বরাষ্ট্রমমন্ত্রী রাজনাথ সিং, তখনই নতুন করে হিংসা ছড়াল কাশ্মীরে৷ দক্ষিণ কাশ্মীরে রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে ফের সংঘর্ষ বাধে নিরাপত্তা কর্মীদের৷ ঘটনায় অন্তত ৩০ জন বিক্ষোভকারী জখম হয়েছে বলে জানা যাচ্ছে৷
রবিবারই সর্বদলীয় বৈঠক করতে দু’দিনের সফরে কাশ্মীর পৌঁছেছেন রাজনাথ সিং৷ কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে কীভাবে শান্তি ফেরানো যায় তার উপায় খুঁজতেই এ সফর৷ দিল্লির প্রতিনিধিদল প্রথমে বৈঠক করবে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে৷ এরপর দফায় দফায় কাশ্মীরের নাগরিক সমিতি, ব্যবসায়ী ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গেও বৈঠক হবে৷ তবে কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতাদের তরফে এখনও শান্তি ফেরানোর প্রক্রিয়ায় কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ এমনকী মুখ্যমন্ত্রী মুফতির বৈঠকের ডাকেও মেলেনি সাড়া৷ এই পরিস্থিতিতে দিল্লির প্রতিনিধিদল কাশ্মীরে পৌঁছানোমাত্র নতুন করে শুরু হল হিংসাত্মক ঘটনা৷ অনন্তনাগ ও অন্যান্য জেলায় আজাদ কাশ্মীরের ডাকে শুরু হয় বিক্ষোভ৷ জ্বালিয়ে দেওয়া হয় ডেপুটি কমিশনারের অফিস৷ পুলিশ বাধা দিতে গেলে বাধে সংঘর্ষ৷ বহু বিক্ষোভকারী আহত হয়েছে বলেই জানা যাচ্ছে৷ এ পরিস্থিতিতে বৈঠকের মাধ্যমে শান্তি ফেরানোর প্রক্রিয়াই যেন প্রশ্নের মুখে পড়ল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.