নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে চম্পাই সোরনের (Champai Soren) নেতৃত্বে সরকার গঠনের পর মাসখানেকও পেরোয়নি। এরই মধ্যে সেরাজ্যে ‘খেলা’ শুরু হয়ে গেল। সূত্রের খবর, ঝাড়খণ্ডে চম্পইয়ের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে অখুশি শাসক জোটের অন্যতম শরিক কংগ্রেসের (Congress) ১২ জন বিধায়ক। দলের রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থা দেখিয়ে সোজা দিল্লির দ্বারস্থ হয়েছেন তাঁরা।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় শাসক ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের দখলে এখনও রয়েছেন ৪৭ জন বিধায়ক। এর মধ্যে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৬। শোনা যাচ্ছে ১৬ বিধায়কের মধ্যে ১২ জনই নাকি চম্পাইয়ের নতুন মন্ত্রিসভা নিয়ে অসন্তুষ্ট। মুখ্যমন্ত্রী দ্রুত মন্ত্রিসভায় রদবদল না করলে বিধানসভার আসন্ন অধিবেশন বয়কট করার ডাক দিয়েছেন তাঁরা। এমনকী, এদের মধ্যে ৮ জন বিধায়ক ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়েছেন। শোনা যাচ্ছে, এই ৮ বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বিজেপির।
কংগ্রেস অবশ্য দাবি করছে, ওই বিধায়কদের দলত্যাগের প্রশ্ন নেই। সরকারের প্রতি তাঁদের কোনও ক্ষোভও নেই। দলের কিছু সিদ্ধান্তে তাঁরা অখুশি। দলের হাইকম্যান্ডের কাছে নিজেদের বক্তব্য পেশের জন্য দিল্লি গিয়েছেন তাঁরা। এসবের মধ্যে আবার মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনও দিল্লি গিয়েছেন। খাড়গের সঙ্গে দেখা করেছেন তিনি।
হেমন্ত সোরেনের জেলযাত্রার পরই ঝাড়খণ্ড সরকারের উপর সংকট তৈরি হয়েছে। সেই সংকট আরও ঘনীভূত হতে পারে এই ৮ বিধায়ক কংগ্রেস ছাড়লে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সত্যিই চাপের হবে বিরোধী জোটের পক্ষে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.