Advertisement
Advertisement

পেলেট গানের বলি কাশ্মীরি কিশোর

থমথমে কাশ্মীরে ক্রমাগত অশান্তিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮৭৷

Fresh protests after 15-year-old found dead with pellet gun at Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 5:04 pm
  • Updated:September 17, 2016 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেলেট গানের বিকল্প আনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শুরু হয়ে গিয়েছিল পরীক্ষা-নিরীক্ষাও৷ পেলেটের বদলে উঠে এসেছিল লঙ্কা বা মরিচের গুঁড়োর মতো জৈব উপাদান যুক্ত পাভা শেলের নামও৷ কিন্তু তার আগেই পেলেট গানের বলি হতে হল কাশ্মীরি কিশোরকে৷

শুক্রবার ফের বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় শ্রীনগরের হরওয়ান এলাকায়৷ ওই এলাকারই বাসিন্দা ১৫ বছরের বছরের মোমিন আলতাফ গানাই৷ সেনা সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন পেলেট গানের আঘাতে আহত হয় মোমিন৷ ঘটনার পর থেকে বেশ কিছুক্ষণ নিখোঁজ ছিল সে৷ পরে তার মৃতদেহ উদ্ধার হয়৷

Advertisement

কিশোরের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ বিরাট শোভাযাত্রা করে মোমিনের শবদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য৷ পরিস্থিতি এখনও থমথমে৷ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ গত আড়াই মাস ধরে অশান্ত কাশ্মীরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮৭৷  থমথমে উপত্যকায় বিক্ষোভের নতুন ইন্ধন জোগালো পেলেট গানে কিশোরের মৃত্যু, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement