Advertisement
Advertisement

ইভিএম জালিয়াতি ধামাচাপা দিতেই খুন গোপীনাথ মুণ্ডে? ফের তদন্তের দাবি পরিবারের

নতুন করে তদন্ত করুক RAW, দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর।

Fresh investigation of Munde's death
Published by: Sucheta Sengupta
  • Posted:January 22, 2019 11:23 am
  • Updated:January 22, 2019 11:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম কারচুপি নিয়ে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন সাইবার বিশেষজ্ঞের সাম্প্রতিকতম দাবি লোকসভার আগে যথারীতি শোরগোল ফেলে দিয়েছে। ২০১৪’র নির্বাচনে ইভিএম হ্যাকিংয়ের কথা জেনে ফেলাতেই খুন হতে হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডেকে। মার্কিন নিবাসী সৈয়দ সুজার এই দাবি প্রকাশ্যে আসার পরই নতুন করে মুণ্ডের মৃত্যুর তদন্ত করাতে চাইছে পরিবার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপো, যিনি বর্তমানে মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা, সেই ধনঞ্জয় মুণ্ডে টুইটারে দাবি তুলেছেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন এক সাইবার বিশেষজ্ঞ। তাঁর এই দাবির পর সুপ্রিম কোর্টের তত্বাবধানে বা RAW-কে দিয়ে তদন্তের বিষয়টি নজরে আনতে চাই। এটা দেশের এক জননেতার মৃত্যুর সঙ্গে জড়িত। জানতে চাই, সেদিন সত্যিই দুর্ঘটনা হয়েছিল নাকি নাশকতা?’

                                     [“ইভিএম হ্যাক করা সম্ভব, ২০১৪’র ভোটেও হয়েছিল”, চাঞ্চল্যকর দাবি হ্যাকারের]

Advertisement

২০১৪’এ মোদি সরকার ক্ষমতায় আসার পর গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পান মহারাষ্ট্রের জনপ্রিয় নেতা গোপীনাথ মুণ্ডে। তার কয়েক মাসের মধ্যেই দিল্লিতে পথদুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তারপর জাতীয় রাজনীতি অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছে এতগুলো বছর। এনআইএ সর্বশেষ তদন্তে জানিয়ে দেয়, কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুর কারণ নিয়ে কোনও সংশয় নেই, দুর্ঘটনাতেই তাঁর মৃত্যু হয়েছে।বাবার পর দিল্লির রাজনীতিতে অংশ নিয়েছেন গোপীনাথের মেয়ে পঙ্কজা মুণ্ডে। আসছে আরেকটি নির্বাচন। তার ঠিক আগেই মার্কিন সাইবার বিশেষজ্ঞ সৈয়দ সুজার দাবির পর ফের নতুন করে উসকে উঠল জল্পনা। সুজার দাবি, ২০১৪’এর ভোটে ইভিএম হ্যাকিংয়ের কথা জেনে গিয়েছিলেন গোপীনাথ মুণ্ডে। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনায় এনআইএ-র তদন্তকারী অফিসার তাঞ্জিল আহমেদ একটি এফআইআর দায়ের করার পরিকল্পনা করেও পিছিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন সৈয়দ সুজা। যদিও দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারবেন না বলেও আগেভাগেই স্বীকার করে নিয়েছেন সুজা। এরপরই ধনঞ্জয় টুইটারে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। তাঁর আরও মত, মুণ্ডের কাজকর্মের জন্য বহু সাধারণ মানুষ তাঁকে পছন্দ করতেন। তাঁরা সকলেই জানতে চান, মৃত্যুর পিছনে আসল রহস্য কী।

A cyber expert has made a sensational claim that former Union Minister Late Gopinathrao Munde saheb was murdered. This claim needs immediate attention and investigation from RAW/Supreme Court, as it is directly linked to the death of mass leader. #EVMHacking 1/2

— Dhananjay Munde (@dhananjay_munde) January 21, 2019

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement