Advertisement
Advertisement
Assam

অসমে ফের বাল্যবিবাহ বিরোধী অভিযান পুলিশের, গ্রেপ্তার ৮০০

গ্রেপ্তারি বাড়তে পারে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত।

Fresh crackdown on child marriages in Assam | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 3, 2023 4:37 pm
  • Updated:October 3, 2023 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাল্যবিবাহ আইন ভাঙালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বছর শুরুতেই হুঁশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। যার পর গত ফেব্রুয়ারি মাস রাজ্যজুড়ে অভিযান চালিয়ে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দ্বিতীয় দফায় অভিযানে ৮০০ জনকে গ্রেপ্তার করা হল।

বাল্যবিবাহের বিরোধী অভিযানে নতুন করে গ্রেপ্তারির কথা জানিয়েছেন হিমন্ত নিজেই। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বাল্য বিবাহের রুখতে ব্যাপক অভিযান। ভোরে শুরু হওয়া অসম (Assam) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ” অসমের মুখ্যন্ত্রীর আরও দাবি, গ্রেপ্তারির সংখ্যা বাড়তে পারে। কারণ পুলিশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন]

উল্লেখ্য, ১১ সেপ্টম্বর অসম বিধানসভায় নিজের বক্তব্যে হিমন্ত জানান, “বাল্যবিবাহ বিরোধী অভিয়ানে অসম পুলিশ এখনও পর্যন্ত ৩৯০৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩৩১৯ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।” এর সঙ্গে আরও ৮০০ জন যুক্ত হল।

[আরও পড়ুন: রাজ্যজুড়ে ডেঙ্গুর দাপট অব্যাহত, দক্ষিণ দমদমে মৃত্যু প্রৌঢ়ার, বড়ঞায় প্রাণ গেল যুবকের

ফেব্রুয়ারি মাসে হিমন্ত জানান, পনেরো দিনেরও কম সময়ে রাজ্য জুড়ে ৪ হাজারেরও বেশি বাল্যবিবাহের অভিযোগ দায়ের হয়েছে। এর পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে ১৮০০ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement