Advertisement
Advertisement

Breaking News

French Journalist

ভারতবিরোধী লেখালেখির অভিযোগ, ‘কেন্দ্রের চাপে’ দেশ ছাড়লেন ফরাসি সাংবাদিক

ঠিক কী অভিযোগ সাংবাদিক ভেনেসার বিরুদ্ধে?

French journalist facing notice over ‘malicious reporting’ leaves India। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 17, 2024 4:41 pm
  • Updated:February 17, 2024 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ ছাড়লেন ফরাসি (France) সাংবাদিক ভেনেসা ডগনাক। তাঁর বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ ছিল, তাঁর লেখা নিবন্ধগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে চলতে থাকা আইনি প্রক্রিয়ার জন্য আর অপেক্ষা করতে রাজি নন, একথা জানিয়ে শনিবার ভারত ছেড়ে চলে গেলেন ভেনেসা। যাওয়ার আগে সোশাল মিডিয়ায় এক আবেগপ্রবণ পোস্টও করেছেন তিনি।

সেই পোস্টে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আজ আমি ভারত ছাড়ছি। ২৫ বছর আগে যে দেশে এসেছিলাম পড়ুয়া হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছি ২৩ বছর। এখানেই আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি এবং একেই আমি আমার বাড়ি বলতাম।’ প্রসঙ্গত, লা ক্রক্স ও লা পয়েন্টের মতো ফরাসি প্রকাশনার করেসপন্ডেন্ট ছিলেন তিনি। পাশাপাশি বেলজিয়ান দৈনিক লা সয়র ও সুইস সংবাদপত্র লা টেম্পসেও কাজ করতেন ভেনেসা।

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]

গত মাসে তাঁকে কেন্দ্রের তরফে নোটিশ দেওয়া হয়। ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ তাদের নোটিশে জানিয়েছিল, তাঁর ওসিএল কার্ড বাতিল হতে পারে। কেননা তিনি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে কোনও বিশেষ অনুমতি ছাড়াই সাংবাদিকতা করছিলেন। এই পরিস্থিতিতে দেশ ছাড়লেন ওই সাংবাদিক। এদিন তিনি আরও জানিয়েছেন, ভারত তিনি স্বেচ্ছায় ছাড়ছেন না। বরং ভারত সরকারই তাঁকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করল।

[আরও পড়ুন: কাশ্মীরের চাইতেও বেশি! লোকসভা ভোটে বাংলার জন্য কত বাহিনী চাইল কমিশন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement