সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনাকে চাপা দিতে তোলাবাজি! পাঁচ কোটি টাকার বিনিময়ে গণধর্ষণের মতো গুরুতর অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ‘তোলা’র টাকা নিতে গিয়ে গ্রেপ্তার ব্যবসায়ী মোহিত গোয়েল-সহ তিনজন। ধৃত মোহিত গোয়েলই ফ্রিডম ২৫১ স্মার্টফোনের নির্মাতা। অভিযোগ, ধর্ষণের ঘটনা চাপা দিতেই এক ব্যবসায়ীর থেকে পাঁচ কোটি টাকা ‘তোলা’ নেওয়ার চেষ্টা করছিলেন মোহিত গোয়েল। সেই টাকা নিতে গিয়েই হাতেনাতে গ্রেপ্তার হন মোহিত।
গত ৬ মার্চ রাজস্থানের আলোয়ার থানায় একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। নির্যাতিতা মহিলা পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অভিযোগ, একটি ইভেন্টে যোগ দেওয়ার জন্য ওই মহিলাকে হোটেলে ডেকেছিলেন পাঁচ ব্যবসায়ী। তারপরই তাঁকে ধর্ষণ করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচ অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। এই প্রসঙ্গে রাজস্থানের ডেপুটি পুলিশ কমিশনার আসলাম খান জানান, গণধর্ষণের ঘটনা ধামা চাপা দিতে অভিযুক্ত ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়ার চেষ্টায় ছিল একটি গ্যাং। সেই গ্যাং-এর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে শুধুমাত্র মোহিত গোয়েলের নামই প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় গ্রেপ্তার বাকি দু’জনের কী ভূমিকা ছিল, তা জানা গেলে তাদের নামও প্রকাশ্যে আসবে।
উল্লেখ্য, গণধর্ষণের ঘটনাকে চাপা দিতে হলে পাঁচ কোটি টাকা ‘তোলা’ দিতে হবে। দিন কয়েক আগে এমনই প্রস্তাব আসে অভিযুক্ত ব্যবসায়ীদের একজনের কাছে। তিনি সেই গ্যাংকে ‘তোলা’ দেওয়ার জন্য তৈরিও হয়ে যান। পাশাপাশি পুলিশেও একটি অভিযোগ জানান। এরপর পুলিশের নির্দেশ মাফিক ফাঁদ পাতা হয়। তোলাবাজ গ্যাংটিকে ধরতে আসরে নামে পুলিশ। রবিবার পাঁচ কোটি টাকা নিতে নির্যাতিতাকে সঙ্গে নিয়ে গ্যাং-এর তিন সদস্য পৌঁছায় ওই ব্যবসায়ীর অফিসে। সেই সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.