সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) মহিলাদের বিশেষ উপহার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআইয়ের (ASI)। আজকের দিনে মহিলারা বিনা টিকিটে তাজমহলে (Taj Mahal) প্রবেশ করতে পারবেন। সেই অনুমতি দিয়েছে এএসআই। পাশাপাশি অন্যান্য ঐতিহাসিক জায়গাতেও বিনা টিকিটে মহিলারা প্রবেশ করতে পারবেন বলে এক নির্দেশিকায় জানিয়েছে এএসআই।
এএসআইয়ের জয়েন্ট ডিরেক্টর জেনারেল (মনুমেন্টস) এম নম্বিরাজন জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলা পর্যটকদের পাশাপাশি বিদেশি মহিলা পর্যটকেরাও স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণাকর জানিয়েছেন, গত বছরের মতো এই বছরেও ৮ মার্চ দিনটায় সকল মহিলারা তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি-সহ, শাহজাহান ও মুমতাজের সমাধিস্থলও বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন। এমনকী সেই তালিকায় রয়েছে লখনউয়ের বড় ইমামবাড়া, হুসেইনবাদ ট্রাস্টও।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের সকল মহিলাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকেই। রাষ্ট্রপতি কোবিন্দ টুইটে লিখেছেন, ” আমাদের দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের রেকর্ড তৈরি করেছেন। আসুন আমরা যৌথভাবে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রচার করি এবং মহিলা-পুরুষদের সমান অধিকার দেওয়ার বিষয়ে সংকল্পবদ্ধ হই।”
On the occasion of International Women’s Day, greetings and best wishes to all fellow citizens. Women in our country are setting new records and achievements in various fields. Let us collectively resolve to promote gender justice and eliminate inequality between women and men.
— President of India (@rashtrapatibhvn) March 8, 2021
পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) টুইট করে জানিয়েছেন, ” নারীশক্তিকে সম্মান জানাই। ভারত মহিলাদের বহু কৃতিত্বের জন্য গর্বিত। বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের চেষ্টা করছে আমাদের সরকার। এটা আমাদের সরকারের জন্যও সম্মানের ব্যাপার।”
Saluting our indomitable #NariShakti on International Women’s Day! India takes pride in the many accomplishments of the women of our nation. It is our Government’s honour to be getting the opportunity to work towards furthering women empowerment across a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) March 8, 2021
Empowerment all the way with Railways: On #InternationalWomensDay, operation and on board management of Bundelkhand Special train between Jhansi & Gwalior is being carried on by a team of women. #NariShakti pic.twitter.com/5Bldv1pQuS
— Piyush Goyal (@PiyushGoyal) March 8, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.