Advertisement
Advertisement

অনলাইনে ৩৭০০ কোটি টাকার জালিয়াতি করে পুলিশের জালে ৩

ধৃতদের কাছে রয়েছে বি. টেক ডিগ্রি৷

fraudstars dupe customers of rs 3700 crore in online fraud
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 6:30 am
  • Updated:February 3, 2017 6:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষের ৩,৭০০ কোটি টাকারও বেশি টাকা তছরুপের অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ একটি অনলাইন পোর্টাল খুলে সাধারণ মানুষের টাকা নয়ছয়ে অভিযুক্ত ওই তিন দুষ্কৃতী৷ গত বুধবার নয়ডা থেকে অনুভব মিত্তল, শ্রীধর প্রসাদ ও মহেশ দয়ালকে গ্রেপ্তার করে পুলিশ৷ গোটা ঘটনার কথা জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে৷ একটি ব্যাঙ্কের শাখা থেকে সংস্থাটির ৫০০ কোটি টাকা আটকও করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা socialtrade.biz বলে একটি পোর্টালের ব্যবসা ফেঁদে বসেছিল৷ ওই পোর্টালে ৫ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি ক্লিকে ৫ টাকা করে মেলার প্রতিশ্রুতি দিত অভিযুক্তরা৷ তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছিল৷ পুলিশের নজর ছিল ‘হাই-টেক’ ওই দুষ্কৃতীদের উপর৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৫-র আগস্টে লঞ্চ হয়েছিল ওই পোর্টালটি৷ তারপর থেকেই সাড়ে ৬ লক্ষেরও বেশি মানুষকে ঠকিয়ে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি হাতিয়েছিল ওই তিন দুষ্কৃতী৷ দুষ্কৃতীদের কাছে রয়েছে বি টেক ডিগ্রি, গাজিয়াবাদ থেকে উচ্চশিক্ষা অর্জন করেছিল ধৃত তিনজনই৷ আপাতত তিনজনেরই ঠাঁই হয়েছে শ্রীঘরে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement