Advertisement
Advertisement

ফিদায়েঁ হামলা চালাতে এসে সেনার গুলিতে নিকেশ চার জঙ্গি

জঙ্গিদমনের পর 'ভারতমাতা কি জয়' বলে উঠলেন জওয়ানরা, দেখুন ভিডিও৷

Four terrorists killed as they attack CRPF camp at Sumbal in Bandipora district
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2017 3:09 am
  • Updated:June 5, 2017 3:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাতে এসেছিল চার সশস্ত্র পাক জঙ্গি৷ ভারতীয় সেনার পাল্টা গুলিতে শেষপর্যন্ত নিকেশ চারজনই৷ সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার সাম্বালে সেনা-জঙ্গিদের মধ্যে ভারী গুলির লড়াই চলে প্রায় আড়াই ঘন্টা ধরে৷

সেনা সূত্রে খবর, সোমবার ভোর ৩.৪৫ নাগাদ বান্দিপোরার সাম্বালে ৪৫ ব্যাটেলিয়ন সিআরপিএফ ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ৪ পাক জঙ্গি৷ ক্যাম্পের নিরাপত্তা ভবন লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ কিন্তু কেন্দ্রীয় সামরিক বাহিনীও সজাগ ছিল৷ তাঁরাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে৷ সেনা-জঙ্গি গুলির লড়াই চলে সকাল ৬.১৫ পর্যন্ত৷ শুধু অধাসেনাই নয়, জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জম্মু ও কাশ্মীর পুলিশও৷

Advertisement

[পাকিস্তানকে দুরমুশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু ভারতের]

সেনার এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে এসেছিল৷ বিস্ফোরক ঠাসা জ্যাকেট পরে সেনা ক্যাম্পে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের৷ কিন্তু সেনার উপস্থিত বুদ্ধি ক্যাম্পের মূল প্রবেশপথের বাইরেই জঙ্গিদের আটকে রাখে৷ তাদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করতে থাকে সশস্ত্র বাহিনী৷ গুলিতে মারা পড়ে চার জঙ্গিই৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি এ কে ৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড-সহ অন্যান্য বিস্ফোরক৷

সিআরপিএফের সাব ইন্সপেক্টর যোগেশ কুমার এদিন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “ফিদায়েঁ হামলার লক্ষ্যে ভোর সাড়ে তিনটে নাগাদ জঙ্গিরা আমাদের ক্যাম্পে হামলা চালায়৷ কিন্তু সিআরপিএফ জওয়ানদের পাল্টা অভিযানে চার জঙ্গি মারা পড়েছে৷” এদিনের হামলা রুখে দেওয়া ও চার জঙ্গিকে নিকেশের ঘটনাকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে ভারতীয় সেনা৷ জঙ্গিদমন অভিযানের পর সিআরপিএফ জওয়ানরা ‘ভারতমাতা কি জয়’ ও ‘সিআরপিএফ সদা জাগ্রত’ বলে মেতে ওঠেন বলে এক ভিডিওয় দেখা যাচ্ছে৷ দেশ জুড়ে জওয়ানদের এই সাফল্য প্রশংসিত হয়েছে এদিন৷

[‘পাকিস্তান একটা গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement