ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সাতসকালে তুমুল গুলির লড়াই শুরু হয়েছে কাশ্মীরের অনন্তনাগ জেলায়। এর ফলে এখনও পর্যন্ত চার জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা। এদিকে এই ঘটনার জেরে অনন্তনাগ ও কুলগাম এলাকায় স্থগিত রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
Kashmir Zone Police: Four terrorists have been neutralized by security forces and police in Dialgam area of Anantnag district. pic.twitter.com/SMDpg9qcKJ
— ANI (@ANI) March 15, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম (Dialgam) এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে খবর আসে অনন্তনাগের দয়ালগাম এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। সেই খবরের ভিত্তিতে সেখানে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রবিবার ভোরে তল্লাশি চালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ বাদে গুলি চালানো বন্ধ হলে ঘটনাস্থলে তল্লাশি শুরু করা হয়। সেখান থেকে চার জঙ্গির মৃতদেহ ও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
অন্যদিকে সোপোরের বুলগাম এলাকা থেকে রবিবার দুপুরে এক জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করেন নিরাপত্তারক্ষীরা। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ছটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
Jammu & Kashmir: A terrorist affiliated with Jaish-e-Mohammed (JeM) has been arrested and weapon has been recovered from his possession in Bulgam area of Sopore in Kashmir. pic.twitter.com/Jq3Ftkn3rn
— ANI (@ANI) March 15, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.