Advertisement
Advertisement
Jammu & Kashmir

কাশ্মীরি পণ্ডিতদের হত্যার বদলা, লাগাতার এনকাউন্টারে উপত্যকায় নিকেশ ৪ জেহাদি

খতম দ্যা রেজিসটেন্স ফ্রন্টের কমান্ডার।

Four terrorists eliminated in Jammu & Kashmir | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 26, 2021 8:46 am
  • Updated:November 26, 2021 8:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) হত্যার প্রতিশোধ নিল সেনাবাহিনী। লাগাতার এনকাউন্টারে জওয়ানদের হাতে নিকেশ চার কুখ্যাত সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্যা রেজিসটেন্স ফ্রন্টের (TRF) শীর্ষ স্থানীয় কমান্ডার।

[আরও পড়ুন: ‘কাশ্মীরি পণ্ডিতের হত্যায় চুপ কেন?’ ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তুলে বুদ্ধিজীবীদের একহাত নিলেন কঙ্গনা]

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের (Srinagar) রামবাগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। তিন জঙ্গিদের মধ্যে একজন ‘দ্যা রেজিসটেন্স ফ্রন্টের (TRF) শীর্ষ স্থানীয় কমান্ডার। অন্য একজন হিজবুল মুজাহিদিনের সদস্য বলেও দাবি করছে পুলিশ। অন্য কোন জঙ্গি সংগঠনের সদস্য ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। নিহত জঙ্গিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন, শ্রীনগর এনকাউন্টারে নিহত তিন জঙ্গির মধ্যে একজনের নাম মেহরান। এদিকে, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় গতকাল রাতে এক পাকিস্তানি জেহাদিকে খতম করে ফৌজ।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে এক কালো অধ্যায়ের সাক্ষী থাকে কাশ্মীর। ওই বছর ১৪ সেপ্টেম্বর কাশ্মীরে হত্যা করা হয়েছিল এক হিন্দু ব্রাহ্মণকে। সন্ত্রাসবাদী সংগঠন জেকেএলএফ-এর প্রথম টার্গেট ছিলেন পন্ডিত টিকালাল তাপলু। ওঁর হত্যা কাশ্মীরে হিন্দুদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছিল, তার আঁচ ছড়িয়েছিল গোটা দেশজুড়ে। তারপর ‘ভূস্বর্গে’ সংখ্যালঘুদের নারকীয় হত্যালীলা ও রাতারাতি কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন গোটাটাই ইতিহাস। প্রায় তিন দশক পর ফের উপত্যকায় ফিরছে সেই ভয়াবহ দিনগুলি। আবারও কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করছে জঙ্গিরা। ফলে ঘর ছেড়ে পালিয়েছেন অনেকেই। কিন্তু এবার সেই হত্যার প্রতিশোধ নিয়ে জেহাদিদের নিকেশ করছে সেনাবাহিনী।

[আরও পড়ুন: ‘অবশেষে ঘরে ফিরব’, কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে বলছেন কাশ্মীরি পণ্ডিতরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement