Advertisement
Advertisement

কাশ্মীরে বড় সাফল্য সেনার, গ্রেপ্তার সদ্য জঙ্গি সংগঠনে নাম লেখানো চার যুবক

সুশিক্ষিত হওযা সত্ত্বেও জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল এরা।

Four terrorist arrested in Kupwara
Published by: Sayani Sen
  • Posted:August 26, 2018 2:51 pm
  • Updated:August 27, 2018 12:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল মাত্র কয়েকদিন আগেই৷ প্রশিক্ষণ নিয়ে সীমান্ত পেরোনোর ছকও কষেছিল ওই চার কাশ্মীরি যুবক৷ সেই পরিকল্পনা বানচাল করল নিরাপত্তা বাহিনী৷ তল্লাশি অভিযান চালাতেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল তারা, পরে তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও৷

[রাফালে নিয়ে ‘ন্যাশনাল হেরাল্ড’-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের আম্বানির]

সদ্যই উমর বসির শেখ, দানিশ খাজের শেখ,  ওয়াসিম আহমেদ খান ও তাহির হাবিব ভাট জঙ্গি দলে নাম লেখায়৷ আল বাদির নামের একটি সংগঠনে নাম লেখায় ওই চারজন৷ মাত্র কয়েকদিন আগেই ওই চারজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ওই ছবিতে দেখা গিয়েছে, প্রত্যেকেরই হাতে রয়েছে বন্দুক৷ সেই ভাইরাল হয়ে যাওয়া ছবির সূত্র ধরে জঙ্গিদের খোঁজ শুরু করে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী৷ তাদেরকে গ্রেপ্তার করার টার্গেট নেওয়া হয়৷ কুপওয়াড়ার নাগদাগি জঙ্গলে সদ্য জঙ্গি দলে নাম লেখানো এই চার কাশ্মীরি যুবক লুকিয়ে রয়েছে বলে খবর পায় যৌথ বাহিনী৷ শনিবার রাতেই শুরু হয় তল্লাশি অভিযান৷ তল্লাশি চলাকালীনই নিরাপত্তা রক্ষীদের দেখতে পায় জঙ্গিরা৷ নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা৷ পালটা জবাব দেয় সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল৷ চলতে থাকে ব্যাপক গোলাগুলি৷ দীর্ঘক্ষণ পর দু’পক্ষের গুলির লড়াই শেষ হয়৷ এরপরই  ওই চারজন সেনার কাছে আত্মসমর্পণ করে৷ তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ থেকে  প্রচুর অত্যাধুনিক  অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

Advertisement

[বাজপেয়ীর নামে একাধিক জায়গার নামকরণের প্রস্তাব ঝাড়খণ্ডে]

উমর, দানিশ, ওয়াসিম ও তাহির হান্দওয়ারার বাসিন্দা৷ ধৃতেরা প্রত্যেকেই বাইশ-তেইশ বছর বয়সী, এবং সুশিক্ষিত৷ ধৃতদের মধ্যে ওয়াসিম আহমেদ খান এমবিএর ছাত্র৷ অন্যদিকে, উমর বাসির শেখ অপারেশন থিয়েটার সংক্রান্ত একটি ডিপ্লোমা কোর্স করেছে৷ তারপরেও কেন এই চার যুবক আল বাদির নামে ওই জঙ্গি সংগঠনে নাম লেখাল, সেটাই এখন বড় প্রশ্ন৷ উত্তরের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement