Advertisement
Advertisement
ভেঙে পড়া

মুম্বইয়ে পাঁচতলা বাড়ি ভেঙে মৃত অন্তত ১২, আটকে বহু

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, এখনও মৃত্যুর খবর নেই৷

Four-storey Kesarbai building has collapsed in Dongri
Published by: Tanujit Das
  • Posted:July 16, 2019 1:36 pm
  • Updated:July 16, 2019 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডোংরি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পাঁচতলা বাড়ির একাংশ৷ ধ্বংসস্তূপের মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পৌঁছে গিয়েছে প্রচুর অ্যাম্বুল্যান্স। যদিও এখনও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ধ্বংসস্তূপ সরিয়ে সকলকে জীবিত অবস্থায় দ্রুত উদ্ধার করতে তৎপর বাহিনী৷ 

[ আরও পড়ুন: অপুষ্টি রোধে মিড-ডে মিলে ডিম দেওয়ার সিদ্ধান্ত সরকারের, বিরোধিতায় সরব বিজেপি]

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা৷ এরপরই দেখা যায় ভেঙে পড়েছে টান্ডেল স্ট্রিটের কেশরীবাই বিল্ডিংয়ের একটি অংশ৷ এরপরই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷ অনুমান, বাড়িটির ভিতরে প্রচুর মানুষের বসবাস৷ তাঁরা সকলেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় প্রশাসনকে৷ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল৷ ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু করেছেন তাঁরা৷ ধ্বংসস্তূপ সরিয়ে একে একে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনা হচ্ছে৷ জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ এখনও পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷

[ আরও পড়ুন: ভোটব্যাংক বাঁচাতে টাডা তুলে দেওয়া হয়, কংগ্রেসকে তোপ অমিত শাহর ]

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ঠিক এভাবেই ভেঙে পড়েছিল ছারনি রোডের মামা পরমানন্দ বিল্ডিংটি৷ ৮ জুলাই মুম্বইয়ের শিবাজি রোডেও একটি বাড়ি ভেঙে পড়ে৷ ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটায় ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন অন্তত ২০ জন সাধারণ মানুষ৷ গুরুতর জখম হন পাঁচজন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement