২০২৪ লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে বিপুল ভোটে জয় বিজেপির। কংগ্রেসের সান্ত্বনা তেলেঙ্গানা। জয়ের হ্যাটট্রিক করেই বিশেষ বার্তা নরেন্দ্র মোদির। প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন।
রাত ৯টা: শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৬৮টি বিজেপির দখলে। রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ১১৪টিতে ফুটছে পদ্ম। ছত্তিশগড়ে ৯০টি মধ্যে ৫৪টি আসন বিজেপির দখলে। তেলেঙ্গানায় ১১৯টির মধ্যে ৬৩ আসনের পাশে লেখা কংগ্রেসের নাম।
রাত ৮.০০: দল থেকে বড় দেশ। তাই দেশের জনতার কথা ভেবেই কাজ করতে হবে। কে ক্ষমতায় আছে, তা ভাববেন না। দলীয় কর্মীদের বার্তা দিলেন মোদি।
রাত ৭.৫৫ মিনিট: তিনি আরও বলেন, যেখান থেকে অন্যদের উপর বিশ্বাস শেষ হয়, সেখান থেকে মোদির গ্যারান্টি শুরু হয়। বিরোধীদের বার্তা দিলেন, “শুধরে যান। নাহলে জনতাই আপনাদের বের করে দেবে।”
রাত ৭টা ৪০ মিনিট: তিন রাজ্যে বিপুল ভোটে বিজেপির জয়ই যেন লোকসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিল। এমনটাই বলে দিলেন মোদি। তিনি বলেন, ‘আজকের তিন রাজ্যের এই হ্যাটট্রিকই চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি’।
সন্ধে ৭টা ২৫ মিনিট: মোদির মুখে মহিলা, যুব এবং আদিবাসী সমাজের জয়গান। পাশাপাশি বিরোধীদের দুর্নীতির কথাও তুলে ধরলেন তিনি। দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের কথা প্রতিটি মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হয়েছে। সেই কারণেই এই ফল পেয়েছে বিজেপি।
সন্ধে ৭টা ১৫ মিনিট: দিল্লির সদর দপ্তর থেকে ভাষণ নরেন্দ্র মোদির। আমজনতাকে ধন্যবাদ জানালেন তিনি। দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্যও ধন্যবাদ জ্ঞাপন করেন। কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, “আওয়াজ তেলেঙ্গানা পর্যন্ত যায়। আজ সততার জয়। আজ জনতার জয়।”
সন্ধে ৬টা ৫০ মিনিট: তেলেঙ্গানায় হার শিকার কে চন্দ্রশেখর রায়ের। ক্ষমতায় আসছে কংগ্রেস। ফলাফল পরিষ্কার হওয়ার পরই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কেসিআর।
সন্ধে ৬টা ৪৫: বিজেপির কাছে হারের পরই নিজের পদত্যাগপত্র রাজস্থানের রাজ্যপালের হাতে তুলে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
সন্ধে ৫.৩০টা: বিজেপির সদর দফতরের সামনে ভিড়। দিল্লির সদর দপ্তরের পথে নরেন্দ্র মোদি। যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
সন্ধে ৫টা: তিন রাজ্যের রায়ে খুশির আমেজ বঙ্গ বিজেপিতে। কলকাতায় বিজেপির পার্টি অফিসের বাইরেও উচ্ছ্বাসে মাতলেন কর্মীরা।
বিকেল ৪টে ৪০: মধ্যপ্রদেশ-রাজস্থান এবং ছত্তিশগড়ের ফলাফল প্রমাণ করল ভারত শুধু সুশাসন আর উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রাখে। সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
দুপুর ৩টে: মধ্যপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে লাডলি বেহেনাকে কৃতিত্ব দিচ্ছেন শিবরাজ। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে কৃতিত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বকে।
দুপুর ২টো: মধ্যপ্রদেশ-রাজস্থান- ছত্তিশগড়ে কার্যত নিশ্চিত বিজেপির জয়। এই মুহূর্তের ফলাফল মধ্যপ্রদেশ: বিজেপি ১৬১, কংগ্রেস ৬৬। রাজস্থান: বিজেপি ১১২, কংগ্রেস ৭১। ছত্তিশগড়: বিজেপি ৫৫, কংগ্রেস ৩২। তেলেঙ্গানা: কংগ্রেস ৬৩, বিআরএস ৬১, বিজেপি ৮, এআইএমআইএম ৬।
দুপুর ১টা ৩০: মধ্যপ্রদেশে ১৬০ আসনের গণ্ডি পেরল বিজেপি। জয়ের পুরো কৃতিত্ব লাডলি বেহেনা প্রকল্পকে দিলেন শিবরাজ সিং চৌহান।
দুপুর ১২টা ৪০: শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ছত্তিশগড়ে ভরাডুবি কংগ্রেসের। পাটন কেন্দ্রে পিছিয়ে খোদ মুখ্যমন্ত্রী বাঘেল।
দুপুর ১২ টা ৩০: নিজ নিজ কেন্দ্রে এগিয়ে অশোক গেহলট, শচীন পাইলট, বসুন্ধরা রাজে, ব্রহ্মচারী বালক নাথ। মধ্যপ্রদেশে এগিয়ে শিবরাজ সিং চৌহান, কৈলাস বিজয়বর্গীয়, এগিয়ে কমল নাথও।
দুপুর ১২টা ২০: গোবলয়ে ব্যাপক জয়ের পর কর্মীদের শুভেচ্ছা জানাবেন মোদি। সন্ধে ৬টায় দলীয় কার্যালয়ে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।
দুপুর ১২টা: মধ্যপ্রদেশ-রাজস্থানের পাশাপাশি ছত্তিশগড়েও ব্যবধান বাড়াচ্ছে বিজেপি। মধ্যপ্রদেশ: বিজেপি ১৬১, কংগ্রেস ৬৬। রাজস্থান: বিজেপি ১১৪, কংগ্রেস ৭১। ছত্তিশগড়: বিজেপি ৫৩, কংগ্রেস ৩৪।
সকাল ১১টা ৩০: জয়ের ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাস শুরু বিজেপি কর্মীদের। রাজস্থান, মধ্যপ্রদেশে ঢোল-নাকাড়া নিয়ে নাচ বিজেপি কর্মীদের। ক্ষমতা পুনর্দখলের ইঙ্গিত মিলতেই বৃক্ষরোপণে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিন্দওয়াড়া।
#WATCH | #RajasthanElection2023 | The beating of drums and dancing by BJP workers continue outside the party office in Jaipur as official EC trends show the party leading on 98 of the 199 seats so far. pic.twitter.com/WYYaU8cATQ
— ANI (@ANI) December 3, 2023
সকাল ১১টা ১৫: নিজের কেন্দ্র ছিন্দওয়াড়াতে পিছিয়ে কমল নাথ। পিছিয়ে থেকেও এগোলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।
সকাল ১১টা: মধ্যপ্রদেশ-রাজস্থানে বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। এই মুহূর্তে মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে ১৫৬ আসনে, কংগ্রেস এগিয়ে মাত্র ৭১ আসনে। রাজস্থানে বিজেপি এগিয়ে ১০৪ আসনে। কংগ্রেস এগিয়ে ৭৩ আসনে। ছত্তিশগড়েও টানটান লড়াই। সেরাজ্যে কংগ্রেস এগিয়ে ৪১ টি আসনে, বিজেপি এগিয়ে ৪৬ আসনে। তেলেঙ্গানায় কংগ্রেস অনেকটাই এগিয়ে।
সকাল ১০টা ৩০: মধ্যপ্রদেশ-রাজস্থানে সরকার গঠনের পথে বিজেপি। এই মুহূর্তে মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে ১৩৯ আসনে, কংগ্রেস এগিয়ে মাত্র ৮৭ আসনে। রাজস্থানে বিজেপি এগিয়ে ১১১ আসনে। কংগ্রেস এগিয়ে ৭১ আসনে। ছত্তিশগড়েও টানটান লড়াই। সেরাজ্যে কংগ্রেস এগিয়ে ৪৬টি আসনে, বিজেপি এগিয়ে ৪৩ আসনে। তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে।
সকাল ১০টা ১৫: মধ্যপ্রদেশ- রাজস্থানে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। টানটান লড়াই ছত্তিশগড়েও। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে ৪৬ আসনে। বিজেপি এগিয়ে ৪২ আসনে। তেলেঙ্গানায় এখনও এগিয়ে কংগ্রেস।
সকাল ১০টা: ছত্তিশগড়ে লড়াইয়ে ফিরছে বিজেপি। নিজের কেন্দ্রে পিছিয়ে খোদ মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। এই মুহূর্তে ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে ৪৮ আসনে। বিজেপি এগিয়ে ৪০ আসনে।
সকাল ৯টা ৫০: রাজস্থানের টঙ্কে এগিয়ে গেলেন শচীন পাইলট। মধ্যপ্রদেশের বুধনিতে এগিয়ে শিবরাজ সিং চৌহান।
সকাল ৯টা ৪০: রাজস্থান-মধ্যপ্রদেশে এগোচ্ছে বিজেপি। দুই রাজ্যেই প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপি ১২৬- কংগ্রেস ৯৯। রাজস্থানে বিজেপি ১০৭- কংগ্রেস ৮০। তেলেঙ্গানা-ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস। তেলেঙ্গানায় কংগ্রেস ৬৬-বিআরএস ৩৮। ছত্তিশগড়ে কংগ্রেস ৫৪- বিজেপি ৩৪।
সকাল ৯টা ২০: রাজস্থানের টঙ্কে পিছিয়ে শচীন পাইলট। সর্দারপুরে এগিয়ে অশোক গেহলট। ঝালারপাটনে এগিয়ে বসুন্ধরা রাজে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় এগিয়ে কমল নাথ, ইন্দোর ২ কেন্দ্রে এগিয়ে কৈলাস বিজয়বর্গীয়।
সকাল ৯টা ১৫: প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশ-রাজস্থানে এগিয়ে বিজেপি। তেলেঙ্গানা-ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস। রাজস্থানে বিজেপি ৯৯, কংগ্রেস ৭৯। মধ্যপ্রদেশে বিজেপি ১০২, কংগ্রেস ৮৯। ছত্তিশগড়ে কংগ্রেস ৫২, বিজেপি ৩৩। তেলেঙ্গানায় কংগ্রেস ৬৬, বিআরএস ৩৩।
সকাল ৮টা ৫৮: প্রাথমিক ট্রেন্ডে তেলেঙ্গানা-ছত্তিশগড়ে এগিয়ে গেল কংগ্রেস। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে ৪৭ আসনে। বিজেপি এগিয়ে ৩২ আসনে। তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে কংগ্রেস এগিয়ে ৫৮ আসনে। বিআরএস ২৮ এবং বিজেপি এগিয়ে ৯ আসনে। মধ্যপ্রদেশ-রাজস্থানে টানটান লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে ৭২ আসনে। কংগ্রেস ৬৮ আসনে। রাজস্থানে বিজেপি এগিয়ে ৭৫ আসনে, কংগ্রেস ৬৫ আসনে।
সকাল ৮টা ৪০: এই মুহূর্তে মধ্যপ্রদেশে সামান্য এগিয়ে বিজেপি। গেরুয়া শিবির এগিয়ে ৩৯ আসনে। কংগ্রেস এগিয়ে ৩৮ আসনে। রাজস্থানে এগিয়ে কংগ্রেস। অশোক গেহলটদের পক্ষে ৪৯ আসন। বিজেপি এগিয়ে ৪২ আসনে। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে ৩২ আসনে। বিজেপি এগিয়ে ২৬ আসনে। তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে ৩১ আসনে। বিআরএস এগিয়ে ১৭ আসনে। বিজেপি এগিয়ে ৮ আসনে। মিম এগিয়ে ৩ আসনে।
সকাল ৮টা ৩০: টানটান লড়াই মধ্যপ্রদেশ-রাজস্থানে। মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালটে ২২ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৭ আসনে। রাজস্থানে কংগ্রেস এবং বিজেপি দুই দলই এগিয়ে ২৪ আসনে।
সকাল ৮টা ২৫: রাজস্থানের টঙ্ক কেন্দ্রে এগিয়ে শচীন পাইলট। ঝালরপাটনে এগিয়ে বসুন্ধরা রাজে।
সকাল ৮টা ২২: ছত্তিশগড়ে কংগ্রেস ৯ আসনে এবং বিজেপি ৮ আসনে এগিয়ে। তেলেঙ্গানায় ৪টি করে আসনে এগিয়ে কংগ্রেস এবং বিআরএস।
সকাল ৮টা ২০: প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে কংগ্রেস এগিয়ে ১১ আসনে। বিজেপি এগিয়ে ৯ আসনে। রাজস্থানে কংগ্রেস এগিয়ে ১২ আসনে। বিজেপি এগিয়ে ১১ আসনে।
সকাল ৮টা ১০: প্রাথমিকভাবে শুরু পোস্টাল ব্যালট গণনার কাজ। প্রাথমিক ট্রেন্ডে রাজস্থান-মধ্যপ্রদেশে টানটান লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি। তেলেঙ্গানা-ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস।
সকাল ৮টা ৫: সকাল থেকেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের ভিড়। কর্মীদের মধ্যাহ্নভোজনেরও আয়োজন করা হচ্ছে দলের তরফে।
সকাল ৮টা: চার রাজ্যের ভোটগণনা শুরু। সেই সঙ্গে শুরু কংগ্রেস-বিজেপি এবং বিআরএস শিবিরের টেনশন।
Counting of votes for Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan and Telangana Assembly elections begins. pic.twitter.com/Raj87zBuaI
— ANI (@ANI) December 3, 2023
সকাল ৭টা ৫০: তেলেঙ্গানাতেও জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। ইতিমধ্যেই ২০০ কেজি লাড্ডুর আগাম বরাত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি।
সকাল ৭টা ৪৫: মধ্যপ্রদেশের এক্সিট পোলের ইঙ্গিত মানতে নারাজ কংগ্রেস নেতা কমল নাথ। তাঁর দাবি, জিতবে কংগ্রেসই। টেলিভিশন দেশ চালায় না। দেশ চলে ভিশনে।
সকাল ৭টা ৪০: ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন বিভিন্ন দলের এজেন্টরাও। ইতিমধ্যেই কংগ্রেস-বিজেপি দুই শিবিরের পার্টি অফিসে ভিড় জমা শুরু।
সকাল ৭.৩০: চার রাজ্যেই গণনা শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা।
#WATCH | Counting of votes in Rajasthan Assembly elections to begin with the counting of postal ballots, in Udaipur
Votes to be counted from 8am pic.twitter.com/PYM2K5oqQt
— ANI (@ANI) December 3, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.