Advertisement
Advertisement

Breaking News

Maha Kumbh

মহাকুম্ভে যাওয়ার পথে অঘটন, ধানবাদে মৃত্যু বাংলার ৪ পুণ্যার্থীর

এই দুর্ঘটনায় জখম ৬ জনের চিকিৎসা চলছে।

Four people died in road accident in Dhanbad on way to Maha Kumbh

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:February 22, 2025 2:32 pm
  • Updated:February 22, 2025 2:49 pm  

সম্যক খান, মেদিনীপুর: মহাকুম্ভে যাওয়ার পথে ফের অঘটন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চারচাকা গাড়ির। তাতে ধাক্কা মারে আরও একটি গাড়ি। ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পুণ্যার্থীর। তাঁরা সকলেই বাংলার বাসিন্দা। জানা গিয়েছে, মৃতরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এবং হুগলির বাসিন্দা। 

শুক্রবার রাত। ঘড়ির কাঁটায় রাত ১টা হবে। একটি চারচাকা গাড়িতে করে  ১১ জন পুণ্যার্থী মহাকুম্ভে যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। ওই গাড়িটিকে আবার আরও একটি গাড়ি ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ১০ জন জখম হন।

Advertisement

তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। তাঁদের ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চারজনকে মৃত বলে জানান। মৃতদের মধ্যে গাড়িচালকও ছিলেন। মৃতেরা হলেন প্রণব সাহা, শ্যামলী সাহা, পিয়ালি সাহা। তাঁরা একই পরিবারের সদস্য। গাড়িচালকের নাম এখনও জানা যায়নি। এই দুর্ঘটনায় জখম বাকি ছজনের এখনও চিকিৎসা চলছে। ওই হাসপাতালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে। জানা গিয়েছে, মৃতরা সকলেই বাংলার বাসিন্দা। এর আগে পুরুলিয়া থেকে মহাকুম্ভে যাওয়ার পথে মৃত্যু হয় চার পুণ্যার্থীর। আসানসোলের দুই পুণ্যার্থীও পথ দুর্ঘটনায় প্রাণ হারান। ওই গাড়িটি কেন দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতিবেগ অতিরিক্ত ছিল নাকি গাড়িচালক নেশাতুর ছিলেন, তাও তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছেন তদন্তকারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement