Advertisement
Advertisement

Breaking News

উপদ্রবের শাস্তি, হবু ডাক্তারদের হাতে নৃশংসভাবে খুন বাঁদর

অভিযুক্ত চার মেডিক্যাল পড়ুয়াকে সাসপেন্ড করল ক্রিস্টান মেডিক্যাল কলেজ৷

Four medical students brutally kill monkey in Tamil Nadu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 1:20 pm
  • Updated:November 24, 2016 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড্ড বেশি উপদ্রব করত বাঁদরটা৷ ক্যাম্পাসের সব জায়গায় দাপিয়ে বেড়াত৷ এর শাস্তিও পেতে হল তাকে৷ নৃশংসভাবে খুন হতে হল অবলা জীবকে৷ অভিযুক্ত চার ডাক্তারি পড়ুয়া৷ চার জনকেই সাসপেন্ড করেছে তামিলনাড়ুর খ্রিস্টান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে মারা হয়েছে বাঁদরটিকে৷ মারার পর ক্যাম্পাসেই পুঁতে দেওয়া হয় তার মৃতদেহ৷ তার আগে অমানবিক অত্যাচার চালানো হয়েছে তার উপর৷ পুলিশ যখন বাঁদরটির দেহ উদ্ধার করে, তার হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল৷ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল৷ এমনকী, ধারাল অস্ত্র দিয়ে বাঁদরটির যৌনাঙ্গও ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল৷

Advertisement

মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে বাঁদরের উপদ্রব লেগেই থাকে৷ রোজই ৪০-৫০টি বাঁদর দাপিয়ে বেড়ায় চারদিকে৷ তার শাস্তিস্বরূপ এই নৃশংস কাজ করা হয়েছে বলে অনুমান পুলিশের৷ পশুহত্যা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে ভেল্লোর জেলা পুলিশ৷ তবে, অভিযুক্তদের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement