Advertisement
Advertisement

Breaking News

Surat

সুরাটের স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪ শ্রমিক

দুর্ঘটনার সময় ওই শ্রমিকরা লিফটের মধ্যে ছিলেন বলে জানা যাচ্ছে।

Four contractual workers died due to surat steel plant fire
Published by: Amit Kumar Das
  • Posted:January 1, 2025 10:00 am
  • Updated:January 1, 2025 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ৪ শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে গুজরাটের সুরাটে অবস্থিত আর্সেলার মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়ার প্ল্যান্টে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানার লিফটের মধ্যে ছিলেন ওই শ্রমিকরা। যার জেরে মৃত্যু হয় তাঁদের।

সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে, কারখানার মধ্যে কাজ চলাকালীন জ্বলন্ত কয়লা কোনওভাবে ছড়িয়ে পড়ে। যার ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের পাশাপাশি সংস্থার তরফেও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে পুলিশের তরফে জানানো, এই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। যে চার জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন দুর্ঘটনার জেরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে জ্বলন্ত কয়লার কথা বলা হলেও, সংস্থার আর এক কর্তা জানান, কোনও যন্ত্রের যান্ত্রিক সমস্যার জেরেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে সংস্থার তরফে। একইসঙ্গে জনানো হয়েছে, যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে সমস্ত রকম সাহায্য করা হবে। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছি আমরা। পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement