Advertisement
Advertisement

Breaking News

Arunachal Pradesh

ভোটের আগে অরুণাচলেও দলবদল, বিজেপিতে যোগ কংগ্রেস, এনপিপির ৪ বিধায়ক

৬০ আসনের বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা হল ৫৬।

Four Arunachal MLA Switch Ahead Of Polls to BJP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 25, 2024 5:42 pm
  • Updated:February 25, 2024 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত এগিয়ে আসছে লোকসভা ভোট, তত দেশজুড়ে দলবদলের ঢল নামছে। অবশ্যই সিংহভাগ দলবদলে শক্তি বাড়াচ্ছে বিজেপি (BJP)। এবার একই ঘটনা দেখা গেল অরুণাচল প্রদেশেও (Arunachal Pradesh)। সেখানে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হতে চলেছে। তার আগে দু’জন কংগ্রেসের (Congress) এবং দু’জন ন্যাশনালিস্ট পিপল্‌স (NPP) পার্টির বিধায়ক বিজেপিতে যোগ দিলেন।

রবিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন কংগ্রেসের বিধায়ক নিনং এরিং, ওয়াংলিং লোয়ানডং এবং এনপিপির বিধায়ক মুটচু মিথি, গোকর বাসার। রাজধানী ইটানগরে গেরুয়া শিবিরের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু এবং অসমের মন্ত্রী তথা অরুণাচলে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অশোক সিঙ্ঘল। এর ফলে অরুণাচলের বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব বদলে গেল। ৬০ আসনের বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়াল ৫৬। কংগ্রেসের আসন সংখ্যা ২। বাকি দুই বিধায়ক নির্দল।

Advertisement

 

[আরও পড়ুন: সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে বেপরোয়া বাইকের ধাক্কা, মৃত ২]

প্রসঙ্গত, এক সময় কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত ছিল অরুণাচল। যদিও ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডুর মৃত্যুর ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ৪১টি আসন পেয়েছিল বিজেপি। এর পর এক এক করে বিরোধী বিধায়করা অনেকেই বিজেপিতে যোগ দেন। শক্তি বেড়ে ৫২ আসনে পৌঁছেছিল। নতুন চার বিধায়কের যোগদানে তা ৫৬ হল।

 

[আরও পড়ুন: লাগাতার হিংসায় জ্বলছে সন্দেশখালি, কী বলছেন তারকা সাংসদ নুসরত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement