Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেস ছেড়ে বিজেপিতে রীতা বহুগুণা

ভোটের আগে উত্তরপ্রদেশে বেকায়দায় কংগ্রেস...

Former Uttar Pradesh Congress president Rita Bahuguna Joshi joined the Bharatiya Janata Party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 4:50 pm
  • Updated:January 27, 2020 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল কংগ্রেস শিবির৷ দলের প্রাক্তন প্রদেশসভানেত্রী রীতা বহুগুণা জোশি বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে৷ এদিন দিল্লিতে দলের সদর দফতরে অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন জোশি৷ পরে দুজনে একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন৷

২০১২-র নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কংগ্রেসের মুখ ছিলেন রীতা৷ কিন্তু সে বছর চতুর্থ হয়ে কংগ্রেসের মুখরক্ষা করতে ব্যর্থ হন তিনি৷ ৬৭ বছরের রীতা বহুগুণা জোশি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে ছিলেন৷ এর আগে তাঁর ভাই বিজয় বহুগুণাও উত্তরাখণ্ড কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন৷ সেই প্রসঙ্গ তুলে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রেসিডেন্ট রাজ বব্বর এদিন কটাক্ষ করতে ছাড়েননি৷ তিনি বলেন, “ওদের পরিবারে এটা কোনও নতুন বিষয় নয়৷ এর আগেও ওঁরা ৪-৫ বার এমনটা করেছেন৷ উনি ইতিহাসের অধ্যাপিকা বলেই হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি করলেন৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement