সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় গ্রেপ্তার প্রাক্তন সাংসদ কেডি সিং (K D Singh) । তাঁর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদকে গ্রেপ্তার করল ইডি। তবে দল থেকে তাঁকে আগেই বহিস্কার করা হয়েছিল।
কেডি সিং-এর সংস্থা অ্যালকেমিস্টের (Alchemist) বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি-কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। সেই টাকা একাধিক ‘প্রভাবশালীর’ কাছে গিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকী, সেই টাকা বিদেশেও পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডি কর্তারা। এই মামলার তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী-আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছিল ইডি। জেরা করা হচ্ছিল অ্যালকেমিস্টকর্তা কেডি সিং-কেও। সেই তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার তাঁকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে খবর, গতকাল রাজ্যসভার প্রাক্তন সাংসদকে প্রায় ছ’ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। সেই সময় একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন কেডি। বুধবার সকালেও তাঁকে দিল্লির ইডি অফিসে বসিয়ে জেরা করেন কর্তারা। সেই সময়ও তিনি একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেপ্তার করে ইডি। কেডি সিংয়ের বিরুদ্ধে প্রিভেনশান অব মানি লন্ডারিং ধারায় বা পিএমএলএ ধারায় মামলা করেছে তদন্তকারী সংস্থা। আজই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, কেডি সিং-এর সংস্থার বিরুদ্ধে শুধু এ রাজ্যে নয়, পড়শি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডেও মামলা চলছে। তদন্ত করছে সিবিআই। এবার তাঁকে হেফাজতে নিয়ে অ্যালকেমিস্টের তোলা টাকা কারা পেয়েছেন, বিদেশে কোন মাধ্যমে পাচার হয়েছে, কারা তার সুবিধা পেয়েছে-এ সব জানার চেষ্টা চালাবে ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.