Advertisement
Advertisement

দত্তক কন্যাদের যৌন হেনস্থা, গ্রেফতার গবেষক

নাগপুর NEERI-র প্রাক্তন সহ-গবেষক ৭২ বছরের মকসুদ আনসারিকে তিন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল পুলিশ৷

Former scientist arrested for sexually abusing 3 ‘adopted’ minor girls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 5:09 pm
  • Updated:September 1, 2016 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দত্তক কন্যাদের যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রবীণ গবেষকের বিরুদ্ধে৷ নাগপুর NEERI-র প্রাক্তন সহ-গবেষক ৭২ বছরের মকসুদ আনসারিকে তিন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল পুলিশ৷

নাবালিকাদের অভিযোগ, আনসারি প্রতিদিন তাঁদের উপর যৌন নির্যাতন চালাত৷ গবেষকের দত্তক নেওয়া সন্তানদের তিনটিই মেয়ে৷ পিতা-মাতাহীন এই মেয়েদের লেখাপড়া শিখিয়ে সমাজের উপযুক্ত করে তুলতেই তাদের দত্তক নিয়েছিল আনসারি৷ সবচেয়ে বড় মেয়েটির বয়স যেখানে মাত্র ১৬, মেজটির বয়স ১১ এবং সবচেয়ে ছোট মেয়েটির বয়স সাড়ে ছয় বছর৷

Advertisement

আনসারির বড় মেয়ের দাবি, সে যখন প্রথম শ্রেণির ছাত্রী তখন থেকেই আনসারি তার উপর যৌন নির্যাতন চালায়৷ শুধু তাই নয়, দত্তক নেওয়া মেয়েকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিল প্রবীণ আনসারি৷

পুলিশের তরফে জানানো হয়েছে, আনসারির বাড়িতে তল্লাশি চালিয়ে কোনওরকম দত্তকের কাগজপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ৷ কোন পদ্ধতিতে আনসারি এই মেয়েগুলিকে দত্তক নিয়েছে বলে দাবি করেছে তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ৷ ধানটোলি পুলিশ POCSO অ্যাক্টে আনসারির বিরুদ্ধে মামলা রুজু করেছে৷ নাবালিকাদের সুরক্ষা দেওয়ার নাম করে যৌন নির্যাতন চালানোর জন্য এই মামলা রুজু করা হয়েছে আনসারির বিরুদ্ধে৷

বহুদিন ধরে যৌন নির্যাতনের শিকার আনসারির বড় মেয়ে তার স্কুলের এক বন্ধুর পরিবারের মাধ্যমে একটি এনজিও’র সঙ্গে যোগাযোগ করে এবং সেই সংস্থার সাহায্যেই তিন মেয়েকে উদ্ধার করে পুলিশ৷

বর্তমানে এই তিন মেয়ের লেখাপড়া এবং থাকার ব্যবস্থা করেছে ওই স্বেচ্ছাসেবি সংস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement